আপনি সোশাল মিডিয়ার ফলোয়ার? যদি উত্তরটা হ্যাঁ হয় তা হলে এ ছবি আপনার জন্য আদর্শ।
নীল বিকিনির এই সুন্দরী হলিউড তারকা জেনিফার লরেন্স। বাহামাসে আপাতত ছুটির মুডে অভিনেত্রী। ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে মাঝ সমুদ্রে ছুটি এনজয় করছেন। কখনও বিয়ারে খুশির চুমুক দিচ্ছেন, কখনও আবার তা হেলায় ফেলে দিচ্ছেন সমুদ্রে। বন্ধুদের নিয়ে স্কুবা ড্রাইভিং করলেন, হালকা সাঁতার কাটলেন আবার বোটের ওপর দাঁড়িয়ে প্রকাশ্যে হালকা স্নানও সেরে ফেললেন। আর সে সব বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন পাপারাত্জিরা। সব মিলিয়ে অচেনা মুডে ধরা দিলেন অস্কার-জয়ী নায়িকা।
আরও পড়ুন, ডেটে যেতে চান ট্রান্সজেন্ডার ক্যাটলিন, পছন্দের পুরুষ কে?