Advertisement
E-Paper

চক আর ডাস্টার নিয়ে স্কুলে কেন ঘুরছেন জুহি?

ছবির শুটিংয়ের জন্য দিনভর বিভিন্ন স্কুলে ঘুরে বেড়ালেন জুহি চাওলা। এই মুহূর্তে জয়ন্ত গিলাতার পরিচালনায় ‘চক অ্যান্ড ডাস্টার’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জুহি। বর্তমানে ঔরঙ্গাবাদে রয়েছে গোটা টিম। ‘চক অ্যান্ড ডাস্টার’— নাম থেকেই স্পষ্ট যে, ইউনিফর্ম পরা কচিকাঁচারা এই ছবির মূল বিষয়বস্তু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০০:০০

ছবির শুটিংয়ের জন্য দিনভর বিভিন্ন স্কুলে ঘুরে বেড়ালেন জুহি চাওলা। এই মুহূর্তে জয়ন্ত গিলাতার পরিচালনায় ‘চক অ্যান্ড ডাস্টার’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জুহি। বর্তমানে ঔরঙ্গাবাদে রয়েছে গোটা টিম। ‘চক অ্যান্ড ডাস্টার’— নাম থেকেই স্পষ্ট যে, ইউনিফর্ম পরা কচিকাঁচারা এই ছবির মূল বিষয়বস্তু। টিচার-স্টুডেন্ট সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে চিত্রনাট্যে। বর্তমান সময়ে শিক্ষক এবং ছাত্রের কমিউনিকেশনে যে ধরনের সমস্যার তৈরি হচ্ছে, তারই প্রতিফলন পাওয়া যাবে ছবিতে। শুটিংয়ের কারণেই দীর্ঘ সময় স্কুলেই কাটছে জুহির। পড়ুয়াদের সঙ্গে সময় কাটাতে পেরে অভিনেত্রী নিজেও খুব খুশি। টুইট করে জানান, বহু দিন বাদে এমন সুযোগ পেয়েছেন তিনি। ছোটদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন। স্পর্শকাতর বিষয় হলেও ছবি নিয়ে আশাবাদী পরিচালক জয়ন্ত গিলাতার। ছবিতে জুহি ছাড়াও থাকছেন শাবানা আজমি, জারিনা ওয়াহাব, গিরিশ কারনাড, দিব্যা দত্ত প্রমুখ।

Juhi Chawla Jayant Gilatar Shabana Azmi Zarina Wahab Girish Kannad Divya Dutta Chalk n Duster'
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy