‘সত্যম শিবম সুন্দরম’, যা সত্য তাই সুন্দর। সত্য মানুষ। সত্য শরীর। সত্য মন। তা সে যে রকমই হোক। বর্ণবিদ্বেষের মতো রোগমুক্তির জন্য মানুষ রাস্তায় নেমেছে।
নেটদুনিয়াতেও শুরু হয়েছে তেমনই এক আন্দোলন। ‘বডি পজিটিভিটি মুভমেন্ট’। সেই আন্দোলনেরই অংশ হিসেবে নিজের শরীরের আকার, আকৃতি, রং সকলের সামনে মেলে ধরলেন মরাঠি অভিনেত্রী।
শাহিদ কপূরের বহুল চর্চিত ছবি ‘কবীর সিং’-এ পরিচারিকার ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বনিতা খারাট। আজ সেই অভিনেত্রী ভেঙে দিলেন প্রচলিত ধ্যানধারণাকে। সৌন্দর্যের সংজ্ঞা বদলানোর পথে সামিল করলেন হাজারও মানুষকে।