Advertisement
E-Paper

‘আদর করি, চুমু খাই!’ ৭৫-এ প্রেম খুঁজে পেলেন সুমন, প্রকাশ্যে আনলেন প্রেমিকাকে, কী বললেন কবিয়াল?

প্রেমে পড়েছেন, যেমন স্বীকার করলেন কবীর সুমন। অন্য দিকে সলজ্জ হেসে সুমন জানালেন, যাঁর সঙ্গে ছবি দিয়েছেন, তিনি তাঁর ছাত্রী।

প্রেম দিবসে প্রেম পড়লেন কবীর সুমন।

প্রেম দিবসে প্রেম পড়লেন কবীর সুমন। গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৯
Share
Save

‘তোমাকে চাই’ থেকে ‘সাড়া দাও’ কিংবা ‘খোদার কসম জান’-এর মতো গানগুলো যেন অগণিত প্রেমিকের নিজের গান। প্রজন্মের পর প্রজন্মকে ভালবাসতে শিখিয়েছে যে গান, তার স্রষ্টা কবীর সুমন। বরাবরই স্পষ্টবাদী কবিয়াল প্রেমে পড়েছেন একাধিক বার। লুকোননি কখনও। এ বার ৭৫ বছরে ফের প্রেমে পড়লেন কবীর সুমন। প্রেম যখন ‘সিচুয়েশনশিপ’ কিংবা ‘বেঞ্চিং’-এর মতো জেন জ়ি-র গোলকধাঁধায় আটকে, সেই সময় উদ্দাম প্রেমের উদ্‌যাপনে মাতলেন সুমন। স্বীকার করলেন, প্রেমে আছেন। প্রেমিকার সঙ্গে কাটানো মুহূর্তে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, আদর করেন, চুমু খান। কিন্তু কে তাঁর প্রেমিকা, আনন্দবাজার অনলাইনকে জানালেন সুমন।

প্রেম দিবসে এক তরুণীর সঙ্গে ছবি দিলেন কবীর সুমন। বিবরণীতে লেখা, ‘‘ভ্যালেন্টাইন ২০২৫’’। যখন একটা প্রজন্ম প্রেম, বিয়ে থেকে ভরসা হারাচ্ছে, বাড়ছে বিবাহবিচ্ছেদের হার, সেই সময় সুমনের জীবনে প্রেম এল নিঃশব্দ চরণে। সুমনের কথায়, ‘এসেছো প্রেম, এসেছো আজ কী মহা সমারোহে’। এক দিকে প্রেমে পড়েছেন যেমন স্বীকার করলেন, অন্য দিকে সলজ্জ হেসে সুমন জানালেন, যাঁর সঙ্গে ছবি দিয়েছেন, তিনি তাঁর ছাত্রী। তবে আজকাল তিনি দেখভাল করেন তাঁর। নাম সৌমী বসুমল্লিক, জানালেন সুমন। পেশায় শিক্ষিকা। সুমনের কথায়, ‘‘সৌমী আমার প্রাণের বন্ধু, তিনি আমার স্বজন। আমি তো বুড়ো হয়ে গিয়েছি। আমার রাতে একা থাকা বারণ। যে দু’-তিন জন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমী তাঁদের মধ্যে একজন। তিনি আমায় ওষুধ দেন। খাওয়াদাওয়ার দেখভাল করেন।’’ যদিও সৌমীকে প্রেমিকা মানতে নারাজ, তবু সৌমীর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাবে তাঁর প্রায় প্রতিটি ছবির ক্যাপশনে রয়েছে সুমনের গান। যদিও তিনি তাঁর প্রেমিকা কি না, তা বলতে খানিক আড়ষ্ট সুমন।

প্রেম দিবসে ছবি দিলেন কবীর সুমন।

প্রেম দিবসে ছবি দিলেন কবীর সুমন। ছবি: ফেসবুক।

সৌমীর সঙ্গে যে ছবি সুমন দিয়েছেন, সেটাও খানিক আচমকা তোলা। সুমনের কথায়, ‘‘সৌমীর স্কুলে চাকরি। সকালে উঠে ও বেরিয়ে যাচ্ছে তখন বললাম যে, একটা ছবি তুলি। বারান্দায় গিয়ে তখনই তুললাম।’’ এই প্রেম দিবসে প্রেমিকার সঙ্গে সময় কাটানোর ইচ্ছে রয়েছে, প্রেমিকা যদি আসেন তবেই একান্ত যাপন সম্ভব । সুমনের কথায়, ‘‘প্রেম দিবসের পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব।’’ নিজে খেয়াল নিয়ে চর্চা করেন বেশি। প্রেমের পরশ পেতেই বসন্ত রাগে মজেছেন সুমন। প্রেমিকা বাড়ি এলে তেমনই কোনও গান শোনাবেন। যদিও শেষে সংযোজন, এই বয়সেও প্রেমে আছেন। কারণ হাল ছাড়তে নারাজ সুমন। তাই মৃত্যুর সময় বলতে চান ‘‘জানি না ঈশ্বর, তুমি আছো কি না! আমি যেন ফিরি আবার ভালবাসায়।’’

Kabir Suman Tollywood Singer Valentine’s Day Bengali singer

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}