Advertisement
E-Paper

অমিতাভকে ‘স্যরজি’ না বলায় কাজ গিয়েছিল কাদের খানের!

সম্প্রতি সামনে এসেছে একটি ভিডিয়ো। দীর্ঘ দিনের বন্ধু অমিতাভ বচ্চনের সঙ্গে ‘মিষ্টি’ সম্পর্ক কী ভাবে ‘তিতকুটে’ হয়ে গিয়েছিল, ভিডিয়োতে সে কথাই বলতে শোনা গিয়েছে কাদের খানকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ১৮:১৩
বরাবর মিস্টার বচ্চনকে ‘অমিত’ বলেই ডাকতেন কাদের খান।

বরাবর মিস্টার বচ্চনকে ‘অমিত’ বলেই ডাকতেন কাদের খান।

কখনও তিনি অভিনেতা। কখনও আবার তাঁর কলম থেকেই উঠে এসেছে সেরার সেরা সব সংলাপ। সেই কাদের খানের মৃত্যুর পর তাঁকে ঘিরে একের পর এক অজানা তথ্য সামনে আসছে।

সম্প্রতি সামনে এসেছে একটি ভিডিয়ো। দীর্ঘ দিনের বন্ধু অমিতাভ বচ্চনের সঙ্গে ‘মিষ্টি’ সম্পর্ক কী ভাবে ‘তিতকুটে’ হয়ে গিয়েছিল, ভিডিয়োতে সে কথাই বলতে শোনা গিয়েছে কাদের খানকে।

অমিতাভ বচ্চন তখনও বলিউডের শাহেনশা হয়ে ওঠেননি। সেই সময় থেকেই কাদের খানের সঙ্গে তাঁর ‘দোস্তি’। বরাবর মিস্টার বচ্চনকে ‘অমিত’ বলেই ডাকতেন কাদের। আর এই ‘অমিত’ ডাকের জন্যই এক প্রযোজকের কাছে কথাও শুনতে হয়েছিল তাঁকে।

ভিডিয়োতে কাদের খানকে বলতে শোনা গিয়েছে, ‘‘এক প্রযোজক আমাকে বলেন, স্যরজির সঙ্গে আপনার দেখা হয়েছে? আমি তখন বলি, কে স্যরজি? উনি বলেন, ওই যে লম্বা মতো লোকটা। গোটা ইন্ডাস্ট্রি তাঁকে স্যরজি বলেই ডাকে। আপনি ডাকেন না?’’ কাদের খান কিছুটা অবাক হয়েই প্রযোজককে বলেন, ‘‘এ তো আমাদের অমিত। ও স্যরজি কবে থেকে হয়ে গেল?’’

আরও পড়ুন: ‘পদ্মশ্রী সম্মানের জন্য জীবনে চাটুকারিতা করিনি’, শেষ সাক্ষাৎকারে বলেছিলেন কাদের খান

আর তার পরেই সেই দক্ষিণী প্রযোজককে কাদের খান বলেন, ‘‘যাঁকে এত দিন ধরে অমিত বলে আসছি, তাঁকে স্যরজি বলাটা আমার পক্ষে সম্ভব নয়।’’ আর ‘বন্ধু’ অমিতাভ বচ্চনকে ‘স্যরজি’ বলতে পারেননি বলেই তাঁকে বেশ কিছু কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল, একটু বিষাদের সুরেই কাদের খানকে বলতে শোনা গেল ভিডিয়োয়।

আরও পড়ুন: ৪ কোটি ভিউ! হঠাৎ ইউটিউব থেকে উধাও ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ট্রেলার!

দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পর গত ১ জানুয়ারি কানাডায় প্রয়াত হন কাদের খান। তাঁর মৃত্যুর খবর শোনার পরেই মিস্টার বচ্চন টুইট করেন, ‘‘কাদের খান চলে গেলেন। খুবই দুঃখের খবর। তুখোড় মঞ্চ অভিনেতা এবং ফিল্মি দুনিয়ার সব থেকে প্রতিভাবান অভিনেতা। আমার বহু সফল ছবির লেখকও বটে। সঙ্গে এক জন ম্যাথমেটিশিয়ানও।’’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

kader khan Amitabh Bachchan Bollywood celebrities কাদের খান অমিতাভ বচ্চন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy