সরা আলি খান থেকে জাহ্নবী কপূর তারকাদের ছেলেমেয়েরা সকলেই সিনেমায় আসছেন। কাজলের মেয়ে নাইসাকে নিয়েও সে রকম গুজব ছিল। কিন্তু সব গুজবকে উড়িয়ে কাজল বললেন, ‘‘নাইসা এখন খুব ছোট। ছবিতে কাজ করার কোনও প্রশ্নই ওঠে না। ছবির চেয়ে যাতে ও বইয়ের দিকে বেশি মন দেয় আমি সেটাই চেষ্টা করি।’’ এর সঙ্গে-সঙ্গে কাজল নিজের কথাও যোগ করেন, ‘‘অভিনেত্রী হওয়া অনেক সহজ। কিন্তু মা হওয়া সবচেয়ে কঠিন।’’ সম্প্রতি তামিল ছবি ‘ভি আই পি টু’ শেষ করেছেন কাজল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: