Advertisement
E-Paper

টুইটারে কে আর কে-কে একহাত নিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর

কেউ কাজ করে থাকেন শিরোনামে। কেউ শিরোনামে থাকতে অন্য উপায় বেছে নেন। ভোজপুরি সিনেমার কে আর কে ওরফে কমল রশিদ খানও নাকি তেমনই এক ব্যক্তি। সম্প্রতি তাঁর আর একটি বেফাঁস মন্তব্য তাঁকে ফের শিরোনামে নিয়ে এসেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০৭
স্বরা এবং কে আর কে

স্বরা এবং কে আর কে

কেউ কাজ করে থাকেন শিরোনামে। কেউ শিরোনামে থাকতে অন্য উপায় বেছে নেন। ভোজপুরি সিনেমার কে আর কে ওরফে কমল রশিদ খানও নাকি তেমনই এক ব্যক্তি। সম্প্রতি তাঁর আর একটি বেফাঁস মন্তব্য তাঁকে ফের শিরোনামে নিয়ে এসেছে। কিছুদিন আগেও কর্ণ জোহরের একটি ছবিকে কেন্দ্র করে তিনি বেফাঁস মন্তব্য করে বসেন। আর তাতেই চটে যান ছবির অভিনেত্রী স্বরা ভাস্কর। কে আর কে-কে কড়া জবাব দেন তিনি।

বিতর্কের সূত্রপাত কর্ণ জোহরের নতুন ছবি ‘আনারকলি অব আরাহ’কে ঘিরে। সম্প্রতিই ছবির পোস্টার টুইটারে প্রকাশ করেন কর্ণ জোহর। জানান, ২৪ মার্চ ওই ছবিটি মুক্তি পাওয়ার কথা। কর্ণের সেই পোস্টের নীচে মন্তব্য করেন কে আর কে। ভোজপুরি ফিল্মের এই তারকা বলেন, ‘এই ছবি যে শুধু ফ্লপ হবে তাই নয়, এই বছরের বলিউডের সবচেয়ে বড় বিপর্যয় হবে এই ছবি।’

ছবির পরিচালক কর্ণ জোহর অবশ্য খুব একটা পাত্তা দেয়নি তাতে। প্রথম দিকে চুপ ছিলেন অভিনেত্রী স্বরাও। কিন্তু ততক্ষণে বরুন ধবন থেকে গায়িকা শ্রেয়া ঘোষাল সকলেই একের পর এক টুইটে বিদ্ধ করতে শুরু করে দেয় তাঁকে। যার পর আর চুপ থাকতে পারেননি স্বরা। পাল্টা টুইট করেন, ‘কিছু মানুষের কটুক্তি প্রশংসা হয়ে দাঁড়ায়। কে আর কে বাবু আপনি ইতিমধ্যেই এই ছবি ভাল হওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।’

দেখুন ভিডিও:

Kamaal Rashid Khan Swara Bhaskar Anarkali Of Aarah Karan Johar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy