স্ত্রী শ্রীময়ী চট্টরাজ আর মেয়েকে নিয়ে পুজোর চারদিন চুটিয়ে আনন্দ করছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। মেয়েকে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখেছেন। শ্বশুরবাড়ির পুজোয় গিয়েছেন ঘুরতে। নবমীর রাতে ছড়িয়ে পড়েছে কাঞ্চনের ঢাকের তালে নাচের ভিডিয়ো।
পুজোর চারটে দিন শ্রীময়ীর সঙ্গে ঘুরে নবমীতে কার সঙ্গে নাচের তালে পা মেলালেন কাঞ্চন? টলিপাড়ার জনপ্রিয় এক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ঋতুপর্ণা সেনগুপ্তর আপ্তসহায়ক শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের বাড়িতে প্রতিবছর ধুমধাম করে দুর্গাপুজো হয়। এই বছরও তার অন্যথা হয়নি। টলিপাড়ার অনেকেই উপস্থিত হয়েছিলেন সেই পুজোয়। সপরিবারে পুজোয় গিয়েছিলেন ঋতুপর্ণাও। সেখানেই কাঞ্চনের নাচ দেখে অবাক তাঁর অনুরাগীরা। নীল পাঞ্জাবিতে একেবারে নীলকুমার সেজে মণ্ডপে হাজির হয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
অভিনেত্রী চৈতি ঘোষালের সঙ্গে ঢাকের তালে পা মেলালেন কাঞ্চন। আর ভিডিয়ো করলেন স্ত্রী শ্রীময়ী। পরে অবশ্য শ্রীময়ীকেও চৈতির সঙ্গে নাচতে দেখা গিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন “কাঞ্চনদা এই রকম নাচতে পারেন সেটা জানতামই না।” মেয়ে কৃষভিকে অবশ্য এ দিন দেখা যায়নি। মেয়ের প্রথম দুর্গাপুজো নিয়ে খুবই উত্তেজিত ছিলেন শ্রীময়ী। যেমনটা ভেবেছেন ঠিক সেই ভাবেই কৃষভিকে সাজিয়েছিলেন তিনি। আগের বছর অন্তঃসত্ত্বা অবস্থায়ও চুটিয়ে আনন্দ করেছিলেন শ্রীময়ী। এই বছর সেই আনন্দ যে দ্বিগুণ, সেই আভাস মিলল তাঁদের ছবিতে।