Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হৃতিককে কঙ্গনার মেল, ‘কবে তোমার নতুন বাড়িতে যাব?’

হৃতিক রোশন-কঙ্গনা রানাউতের সম্পর্ক ঘিরে বিতর্ক ছুঁয়েছে অন্য মাত্রা। সম্প্রতি হৃতিক পুলিশের কাছে কঙ্গনার পাঠানো এমন কিছু ই-মেল জমা দিয়েছেন, যা থেকে মনে হচ্ছে, এই সম্পর্ক একেবারেই একতরফা। কী ছিল সেই মেলে? জেনে নিন এক ঝলকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ১৫:২৮
Share: Save:

হৃতিক রোশন-কঙ্গনা রানাউতের সম্পর্ক ঘিরে বিতর্ক ছুঁয়েছে অন্য মাত্রা। সম্প্রতি হৃতিক পুলিশের কাছে কঙ্গনার পাঠানো এমন কিছু ই-মেল জমা দিয়েছেন, যা থেকে মনে হচ্ছে, এই সম্পর্ক একেবারেই একতরফা। কী ছিল সেই মেলে? জেনে নিন এক ঝলকে।

১) ২৪ মে ২০১৪। পরিচালক কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে নিজের ইমেল আইডি কঙ্গনার সঙ্গে শেয়ার করেন হৃতিক।

২) পুলিশের কাছে জমা ইমেলগুলো থেকে দেখা যাচ্ছে, কোনও কোনও দিন ছ’মিনিট অন্তর হৃতিককে মেল করেছেন তিনি। একটি মেলে নিজের নগ্ন ছবি পাঠিয়ে হৃতিকের উদ্দেশে কঙ্গনা নাকি লিখেছেন, ‘আমরা যখন প্রথম বার একসঙ্গে থাকব, এমন কিছুই তোমার জন্য অপেক্ষা করবে।’

৩) ১৭ অগস্ট, ২০১৪। কঙ্গনা লেখেন, কখনও কখনও সব কিছুই বড় অনিশ্চিত লাগে। আমাদের প্রেম কি সত্যি? কোনও কল্পিত মানুষের সঙ্গে কথা বলছি না তো?

৪) ১৭ অগস্ট, ২০১৪। একদিন দেখা হলে তুমি যদি বলো, আমার থেকে কিছু পাওনি, আমায় চেনো না, ভালবাস না! কী করব তখন?

৫) ৩ সেপ্টেম্বর, ২০১৪। কঙ্গনা লিখেছিলেন, ‘এই মেলগুলো পাঠানো খুব কঠিন হয়ে যাচ্ছে। উত্তরে কিছুই পাচ্ছি না।’

৬) ২২ অগস্ট, ২০১৪। আমার অ্যাসপার্জার্স সিনড্রোম ধরা পড়েছে। ওই অসুখের ৯৮টা উপসর্গই আমার রয়েছে।

৭) ২২ অগস্ট, ২০১৪। কঙ্গনা লিখেছিলেন, ‘এ ধরনের মানুষ অনেক সময় কাল্পনিক সম্পর্কে বাঁচেন। কিছু দিন ধরে তোমার সঙ্গেই থাকছি বলে মনে হচ্ছে।’

৮) ২৩ অগস্ট, ২০১৪। সিদ্ধান্ত নিলে? তোমার ডিভোর্স না হওয়া পর্যন্ত অপেক্ষা করব?

৯) ৯ অক্টোবর, ২০১৪। তুমি ফোন ধরোনি!মনে হচ্ছিল পাগলই হয়ে যাব!

১০) ১৩ নভেম্বর, ২০১৪। কঙ্গনা হৃতিককে মেল করেন, ‘কবে তোমার নতুন বাড়িতে যাব?’

আরও পড়ুন

নিজের নগ্ন ছবিও মেল করেছিলেন কঙ্গনা, কোর্টকে দেখালেন হৃতিক

কঙ্গনা সত্যিই কি ‘অ্যাসপারগারস সিনড্রোম’এ আক্রান্ত?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE