‘থালাইভি’ ছবিতে জয়ললিতার চরিত্রে কঙ্গনা রানাউত। তিন দিন আগে প্রকাশ পেয়েছিল সেই ছবির ‘ফার্স্টলুক’। ‘স্লিম অ্যান্ড সেক্সি’ কঙ্গনা কী ভাবে নিজেকে বদলে ফেললেন এতটা? অনুরাগীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল এ ক’দিন। অবশেষে কঙ্গনা জানালেন, ওই চরিত্রের প্রয়োজনে তাঁকে কী কী করতে হয়েছিল!
কঙ্গনা বলেন, “বেশি বয়সের জয়ললিতাকে ফুটিয়ে তোলার জন্য আমায় আরও ওজন বাড়াতে হত। যে হেতু আমি রোগা এবং লম্বা, আমার মুখও ওঁর মতো গোল নয়, তাই আমাকে স্বল্প মাত্রায় হরমোনের ওষুধ খেতে হয়েছিল। খেতে হয়েছিল অনেক খাবারও।” কঙ্গনা আরও যোগ করেন, “বিজয় চেয়েছিলেন আমায় যেন অবিকল আম্মার (জয়ললিতা) মতো দেখতে লাগে। আম্মার জীবন বর্ণময়। যখন ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন, তখন তাঁর ফিগার ছিল দেখার মতো। রাজনীতিতে আসার কিছু দিন পর তাঁর একটি দুর্ঘটনা ঘটে। সেই সময় অনেক স্টেরয়েড ইঞ্জেকশন নিয়ে হয়েছিল তাঁকে। আর সে জন্যই তাঁর চেহারার পরিবর্তন হয়। সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছি আমরা।”