Advertisement
E-Paper

‘জীবনটা যেন নরক হয়ে গিয়েছিল’, হৃতিকের সঙ্গে সম্পর্ক নিয়ে কোন তথ্য প্রকাশ্যে আনলেন কঙ্গনা?

হৃতিকের সঙ্গে ই-মেলের কথোপকথন নিয়ে দুই তারকার মধ্যে চলেছিল দীর্ঘ আইনি লড়াই। ঘটনার দশ বছর পর প্রাক্তন প্রেমিককে নিয়ে কোন কথা বললেন কঙ্গনা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৫:২৬
Kangana Ranaut join 2016 trends hint About Hrithik Roshan About legal battle with actor

দশ বছর পর হৃতিকের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের তরজা একটা সময়ে মুখরোচক বিষয় হয়ে দাঁড়িয়েছিল বিনোদনজগতে। দুই তারকার মধ্যে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িও হয়েছিল। ‘কৃষ ৩’ ছবিতে অভিনয় করার সময় নাকি কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক। ই-মেলে নাকি দীর্ঘ দিন কথা হয়েছিল তাঁদের। এই ঘটনাকে কেন্দ্র করে আইনি জটেও জড়ান তাঁরা। যদিও দীর্ঘ সেই তরজা এখন অতীত। অভিনয়জীবন থাকলেও কঙ্গনা এখন রাজনীতিতে। এ দিকে হৃতিক নতুন করে প্রেম খুঁজে পেয়েছেন সাবা আজ়াদের মধ্যে। এ বার মনোমালিন্যের সেই ঘটনার দশ বছর পরে প্রাক্তন প্রেমিককে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে। যেখানে তারকা থেকে সাধারণ মানুষ ২০১৬ সালের নানা ছবি ভাগ করে নিয়েছেন। কঙ্গনাও তেমনটা করেছেন। অভিনেত্রী ২০১৬ সালের যে সব ছবি দিয়েছেন, সেখানেই কঙ্গনার নিজের ছবি ছাড়াও ছিল, ‘রঙ্গুন’ ছবির তারকা শাহিদ কপূর সঙ্গে ছবি। সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘‘২০১৬ সালের জানুয়ারি মাসের আগে পর্যন্ত জীবনটা অন্যরকম ছিল। একের পর এক হিট দিচ্ছি। ‘কুইন’ থেকে ‘তনু ওয়েডস মনু’-এর মতো ছবি করেছি। সেই সময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাওয়া অভিনেত্রী ছিলাম। কিন্তু সেই সময় আমার এক সহকর্মী এক আইনি নোটিস পাঠালেন। তার পরেই ইন্ডাস্ট্রিতে বহিরগত ও অন্দরের লোকেদের মধ্যে ভাগ হয়ে গেল। আমার জীবনের মোড় ঘুরে গেল। আমার কেরিয়ার একেবারে নাটকীয় গতিপথ নিল। জীবনটা বিষিয়ে গেল মনে হচ্ছিল নরকে বাস করছি।’’

অনেকেই মনে করছেন, আসলে পোস্টে লেখা সেই ‘সহকর্মী’ বলতে হৃতিকের বিরুদ্ধেই কঙ্গনা পরোক্ষে এই ক্ষোভ উগরে দিয়েছেন এই পোস্টে। নাম না উল্লেখ করলেও সকলেই জানান, ২০১৬-এর পর থেকে হৃতিকের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই লড়তে হয় তাঁকে। সেই মামলায় হার হয় কঙ্গনারই।

Kangana Ranaut Hrithik Roshan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy