রাজ্যের অধিকাংশ অঞ্চল ডুবেছে বন্যায়। চারিদিকে হাহাকার। কঠিন পরিস্থিতিতে খেতে না পাওয়ার মতো অবস্থা অভিনেত্রী কঙ্গনা রনৌতেরও! বন্যাবিধ্বস্ত মনালীতে গিয়ে সাধারণ মানুষের দুঃখে চোখে জল অভিনেত্রী সাংসদের। শোনালেন নিজের দুঃখের কথাও। আগের দিন মাত্র ৫০ টাকা আয় হয়েছে তাঁর?
সম্প্রতি, নিজের সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মন্ডীর সাংসদ কঙ্গনা রনৌত। সেখানে গিয়ে অভিনেত্রী বলেন, “আমার বাড়ি মনালীতে। ওখানেই আমার রেস্তরাঁও। গতকাল, আমার রেস্তরাঁয় মাত্র ৫০ টাকার খাবার বিক্রি হয়েছে। অথচ আমাকে প্রতি মাসে ১৫ লক্ষ টাকা শুধু বেতনেই দিতে হয়। ভাবুন, আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।”
আরও পড়ুন:
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত অভিনেত্রীর ব্যবসা। সেই কথা বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন কঙ্গনা। তিনি আরও যোগ করেন, “আমি একা মহিলা, সমাজে একা থাকি। আমার সমস্যাটাও একটু বোঝার চেষ্টা করুন। আমাকে ইংল্যান্ডের রানি ভাববেন না। কঠোর পরিশ্রম করে রোজগার করি, নিজের পেট চালাই।”
বন্যাবিধ্বস্ত এলাকায় তাঁর এই সফর প্রতীকী নয়, বরং আসল পরিস্থিতি বুঝতে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি, জানান কঙ্গনা। “আমি শুধু একজন সাংসদ নই, আমি মনালীর মেয়ে। এটি শুধু আমার রাজনৈতিক দায়িত্ব নয়, বিষয়টা ব্যক্তিগতও", তিনি বলেন। কেন্দ্রীয় সরকারের তরফে ত্রাণ হিসাবে ১০ হাজার কোটি টাকা দেওয়ার কথাও উল্লেখ করেন বিজেপি সাংসদ।