Advertisement
E-Paper

আইনি জট কাটল, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল কঙ্গনার ‘ইমার্জেন্সি’, কবে মুক্তি পাবে ছবি?

৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা পরিচালিত ‘ইমার্জেন্সি’র। কিন্তু ছবিমুক্তির উপর স্থগিতাদেশ দেয় আদালত। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে ছবির মুক্তি আসন্ন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৪
Kangana Ranauts Emergency cleared by CBFC release date to be announced soon

‘ইমার্জেন্সি’ ছবির পোস্টারে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

ছবির প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের সূত্রপাত। কঙ্গনা রানাউত পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবিটির মুক্তি নিয়ে একের পর এক বিতর্ক। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। অবশেষে ছবি মুক্তিকে ঘিরে আইনি জট কাটার ইঙ্গিত মিলেছে। কঙ্গনা দাবি করেছেন, সেন্সর বোর্ড তাঁদের ছবিকে ছাড়পত্র দিয়েছে।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে কঙ্গনা জানিয়েছেন, সেন্সর বোর্ডের তরফে ‘ইমার্জেন্সি’কে ছাড়পত্র দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘‘আমরা আমাদের ছবি ‘ইমার্জেন্সি’র জন্য সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র হাতে পেয়েছি। খুব শীঘ্র আমরা ছবি মুক্তির দিন ঘোষণা করব। আপনাদের ধৈর্য্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’’

এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। চিত্রনাট্যও লিখেছেন তিনিই। কঙ্গনার এই ছবি শিখ ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ শিরোমণি অকালি দলের। এমনকি, এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছেন অভিনেত্রী। ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা পরিচালিত ছবির। কিন্তু ছবিমুক্তির উপর স্থগিতাদেশ দেয় আদালত।

এর পর সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে আদালতে। কঙ্গনা অভিযোগ করেন, সেন্সর বোর্ড অহেতুক তাঁদের ছবিকে ছাড়পত্র দিচ্ছে না। এর আগে আদালত ছবির ছাড়পত্র প্রসঙ্গে সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন)-কে ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেয়। বিপরীতে সেন্সর বোর্ডের তরফে আইনজীবী ‌অভিনব চন্দ্রচূড় আদালতে জানান, ছবিটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। তবে, সে ক্ষেত্রে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হবে।

এখন সেন্সর বোর্ড ছবিটিকে অক্ষত অবস্থায় মুক্তির ছাড়পত্র দিয়েছে, নাকি নির্মাতাদের কয়েকটি দৃশ্য পরিবর্তন করতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ছবিটি যে মুক্তি পাবে, তা জেনে খুশি কঙ্গনার অনুরাগীরা।

Emergency Movie Kangana Ranaut CBFC Film Release
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy