Advertisement
E-Paper

‘রোজ আমাকে চেপে জড়িয়ে ধরত’ পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে বিস্ফোরক কঙ্গনা

প্যান্ডোরার বাক্সটা বোধ হয় এ বার খুলেই গেল। শারীরিক হেনস্থা নিয়ে এক এক করে মুখ খুলছেন বলিউড অভিনেত্রীরা। দিনকয়েক আগেই নানা পটেকরের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগে সরব হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ বার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত। অভিযোগের আঙুল তাঁরই একটি হিট ছবির পরিচালক বিকাশ বহেলের দিকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৭:২৬
কঙ্গনা রানাউত।

কঙ্গনা রানাউত।

প্যান্ডোরার বাক্সটা বোধ হয় এ বার খুলেই গেল। শারীরিক হেনস্থা নিয়ে এক এক করে মুখ খুলছেন বলিউড অভিনেত্রীরা। দিনকয়েক আগেই নানা পটেকরের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগে সরব হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ বার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত। অভিযোগের আঙুল তাঁরই একটি হিট ছবির পরিচালক বিকাশ বহেলের দিকে।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘কুইন’। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে আকাশছোঁয়া সাফল্যও পেয়েছিল সেই ছবি। আর সেই ছবিরই পরিচালক বিকাশ বহেল। কঙ্গনার অভিযোগ তাঁরই বিরুদ্ধে।

সংবাদমাধ্যমের কাছে কঙ্গনা বলেছেন, ‘‘কুইন ছবিটি তৈরি করার সময়েই বিকাশ বিয়ে করে। তা সত্ত্বেও প্রতিনিয়তই ও ক্যাজুয়াল সেক্সও করে যেত নিত্যনতুন সঙ্গীদের সঙ্গে। আর সেটা বড়াই করে আমার কাছে বলেও ফেলত। কারও বিয়ে বা সম্পর্ক নিয়ে মন্তব্য করার কোনও ইচ্ছেই আমার নেই। কিন্তু নেশা যখন দুর্বলতায় বদলে যায়, তখন কথাটা বলতেই হয়। বহু রাত অবধি ও পার্টি করত, আর আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি বলে আমাকে আজেবাজে কথা বলত। আমার বদমেজাজ নিয়েও খোঁটা দিতে ছাড়ত না।’’

আরও পড়ুন: তনুশ্রীর সঙ্গে সেটে কী হয়েছিল? ভাইরাল হল ১০ বছর আগের ভিডিও

কঙ্গনার অকপট স্বীকারোক্তি, ‘‘যখনই আমার সঙ্গে ওঁর দেখা হত, চেপে জড়িয়ে ধরত আমাকে বিকাশ। এমনকি, আমার চুলের গন্ধও শুঁকতে শুরু করে দিত। তা-ও আমরা দু’জন দু’জনকে হাগ করতাম। আর ও আমার ঘাড়ে মুখ গুঁজত। ওরকম জবরদস্তি আলিঙ্গন থেকে নিজেকে বার করে আনতে খুবই অসুবিধা হত। আর আমাকে বলত, তোমার গন্ধটা আমার খুবই পছন্দের। আমি বলতাম, কী উল্টোপাল্টা কথা বলছ?’’

দিনকয়েক আগেই ‘ফ্যানটম ফিল্মস’-এরই একজন ক্রিউ মেম্বার বিকাশ বহেলর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এই ‘ফ্যান্টম ফিল্মস’-এরই একজন সহ-প্রযোজক বিকাশ বহেল। আর ওই ক্রিউ মেম্বার আসলে অনুরাগ কাশ্যপের সহকারী পরিচালক। ‘ফ্যান্টম ফিল্মস’-এর সকলকে বিষয়টি জানানোর পরেও কেউ কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ করেছিলেন ওই ক্রিউ মেম্বার। আর বিষয়টি নিয়ে কঙ্গনা বলছেন, ‘‘মেয়েটি আমার কাছে যখন বিকাশের অমন বদ অভ্যাসের কথা বলেছিল, তখন আমি ওকে সাপোর্ট করেছিলাম।’’

আরও পড়ুন: বাথটবে ‘বেবি ডল’ হলেন মোনালিসা, দেখুন ভিডিয়ো

তবে কঙ্গনা যে দিন বিকাশের বিরুদ্ধে অভিযোগ করলেন, সে দিনই ‘ফ্যান্টম ফিল্মস’ বন্ধ করে দেওয়ার ঘোষণা করলেন অনুরাগ কাশ্যপ। এ হেন অনুরাগই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিকাশের সঙ্গে আমরা এখন দূরত্ব বজায় রাখছি।

বিকাশ বহেল এই মুহূর্তে ব্যস্ত হৃত্বিক রোশন অভিনীত ‘সুপার থার্টি’-র পরিচালনা নিয়ে। আর কঙ্গনা রানাউত অভিনীত ‘মণিকর্ণিকা’ টিজার ইতিমধ্যেই সামনে এসেছে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

Kangna Ranaut Sexual Harassment Vikas Bahl Queen Bollywood Celebrities কঙ্গনা রানাউত বিকাশ বহেল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy