Advertisement
E-Paper

কঙ্গনার ল্যাপটপ চায়নি পুলিশ, দাবি কঙ্গনার আইনজীবির

কিছু মানুষ উদ্দ্যেশপ্রণীত ভাবে অপপ্রচার চালাচ্ছে, পুলিশ তাঁর মক্কেল কঙ্গনা রানাউতের কাছ থেকে ল্যাপটপ চায়নি, এমনটাই দাবী করলেন তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। হাতে কোনও প্রমাণ ছাড়াই কিছু লোক ভুল পথে চালিত করছে সংবাদমাধ্যমকে, এমনই অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি এই ঘটনায় তিনি সরাসরি হৃত্বিকের দলের কিছু লোকেরও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ১৮:০৭

কিছু মানুষ উদ্দ্যেশপ্রণীত ভাবে অপপ্রচার চালাচ্ছে, পুলিশ তাঁর মক্কেল কঙ্গনা রানাউতের কাছ থেকে ল্যাপটপ চায়নি, এমনটাই দাবী করলেন তাঁর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। হাতে কোনও প্রমাণ ছাড়াই কিছু লোক ভুল পথে চালিত করছে সংবাদমাধ্যমকে, এমনই অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি এই ঘটনায় তিনি সরাসরি হৃত্বিকের দলের কিছু লোকেরও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। এর আগে শেোনা গিয়েছিল হৃত্বিকের পাঠানো মেল দেখার জন্য নাকি কঙ্গনার ব্যক্তিগত ল্যাপটপ চেয়েছে পুলিশ। কিন্তু সেই রটনাকে উড়িয়ে দিয়ে এ দিন রিজওয়ান বলেন, ‘এই ধরণের কোনও ঘটনা ঘটেনি।’

মাস খানেক ধরেই বি-টাউনের এই দুই প্রথম সারির নায়ক-নায়িকার মধ্যে চলছে আইনি লড়াই। বিগত সম্পর্কের নানান ইস্যুকে হাতিয়ার করে লড়াইয়ের ময়দানে যুযুধান দুই পক্ষ। এ বার মাঠে নামলেন নায়িকার আইনজীবিও। বললেন, ‘‘আসল ঘটনা থেকে সবার দৃষ্টি ঘোরানোর জন্যই এই কাজ করছে হৃতিক।’’

আরও দেখুন: ডিনার ডেটে বিরাট-অনুষ্কা! দেখুন সেই ছবি

Bollywood Kangna Ranaut Hrithik Roshan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy