Advertisement
১৪ ফেব্রুয়ারি ২০২৫
Entertainment News

ঘুম থেকে উঠতে পারেননি কপিল, শো থেকে ফিরে গেলেন অজয় দেবগণ!

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কপিল শর্মার মোবাইলও নাকি সুইচ অফ ছিল। বার বার যোগাযোগের চেষ্টা করেও কপিলকে না পেয়ে ফিরে যান অজয়রা।

কপিল শর্মার শো থেকে কেন ফিরে গেলেন অজয়।

কপিল শর্মার শো থেকে কেন ফিরে গেলেন অজয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ২০:০৬
Share: Save:

‘বাদশাহো’র গোটা টিম নিয়েই ‘দ্য কপিল শর্মা’ শো-তে এসেছিলেন অজয় দেবগণ। কিন্তু শো-য়ের হোস্ট কোথায়? শুটিং ফ্লোরে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পরও কপিল শর্মাকে নাকি কার্যত খুঁজেই পাওয়া যায়নি। রীতিমতো বিরক্ত হয়েই ফিরে যেতে হয়েছে অজয়কে।

ঘটনাটা ঠিক কী?

শনিবার সকালে ‘বাদশাহো’ ছবির প্রচারে ‘দ্য কপিল শর্মা’ শো-এর একটি এপিসোড শুটিংয়ের কথা ছিল। অজয়ের সঙ্গে গিয়েছিলেন মনোজ তি‌ওয়ারি, ইলিয়ানা ডি ক্রুজ, ইমরান হাশমিরা। স্পটবয়ের রিপোর্ট অনুযায়ী, সেটে ‘বাদশাহো’ অভিনেতারা পৌঁছে গেলেও, পৌঁছননি কপিল শর্মা।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কপিল শর্মার মোবাইলও নাকি সুইচ অফ ছিল। বার বার যোগাযোগের চেষ্টা করেও কপিলকে না পেয়ে ফিরে যান অজয়রা। মিড ডে-র খবর অনুযায়ী, রাত অবধি শুটিং করে, পর দিন সকালে ঘুম থেকে উঠতে না পারাতেই নাকি শো-তে যেতে পারেননি কপিল। যদিও, শো কর্তৃপক্ষ এ নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি।

আরও পড়ুন, বলিউডের সেরা ত্রিকোণ প্রেম

আরও পড়ুন, ‘তুফান সিংহ’কে নিষিদ্ধ করলেন কে? পহেলাজ না প্রসূন?

সূত্রের খবর, পরে ‘বাদশাহো’ টিমকে জানানো হয়েছে, হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণেই নাকি যাননি কপিল।

এর আগেও বেশ কয়েক বার কপিল শর্মার শো বাতিল হয়েছে। কিছুদিন আগেই শাহরুখ-অনুষ্কা ও অনিল-অর্জুন কপূরের শো বাতিল হয়ে যায়। সে বারেও অসুস্থতার কারণেই শুটিং করতে যেতে পারেননি কপিল শর্মা। যদিও পরে কপিলের অন-স্ক্রিন স্ত্রী সুমনা চক্রবর্তীর কথায়, ‘‘বহুদিন ধরেই মানসিক দিক থেকে একেবারেই ভাল নেই কপিল ৷ আর এর কারণ কপিলের নতুন শোয়ের টিআরপি। দিন দিন টিআরপি কমেই যাচ্ছে ৷ আর এই কারণেই শরীর খারাপে ভুগছেন কপিল।’’

তবে কি সুনীল গ্রোভারের সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পরই কপিলের শো-এর টিআরপি কমতে শুরু করেছে? আর তারই প্রভাব পড়েছে কপিলের শরীর ও শো-তে? প্রশ্ন উঠছে।

অন্য বিষয়গুলি:

Kapil Sharma Ajay Devgn The Kapil Sharma Show Shah Rukh Khan Ileana D'Cruze Upcoming Movies New Releases 2017 Releases বাদশাহো কপিল শর্মা অজয় দেবগণ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy