Advertisement
E-Paper

হাতে সিনেমার কাজ নেই, কী ভাবে ১৯৫ কোটি এক বছরে রোজগার করেছেন কপিল শর্মা?

‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে ভারতীয় টেলিভিশনে কমেডির চেহারা বদলে দেন কপিল। একদা ৫০০ টাকা পারিশ্রমিক পাওয়া ব্যক্তি একটি শো দিয়ে রোজগার করে নিয়েছেন ১৯৫ কোটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ২০:১৩
Kapil Sharma charge 5 crore per episode for the kapil sharma show

কী ভাবে এত টাকা উপার্জন করছেন কপিল? ছবি: সংগৃহীত।

ইংরেজি ভাষায় তেমন দখল নেই। সেই অক্ষমতাকে দিব্যি খোরাক বানিয়ে নিয়েছেন কপিল শর্মা। একদা গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পঞ্জাব থেকে মুম্বই আসেন তিনি। কিন্তু নিজেকে সময়ের সঙ্গে তৈরি করে নিয়েছেন কৌতুকশিল্পী। ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘দ্য কপিল শর্মা শো’ দিয়ে ভারতীয় টেলিভিশনে কমেডির চেহারা বদলে দেন কপিল। একদা ৫০০ টাকা পারিশ্রমিক পাওয়া ব্যক্তি এক শো দিয়ে রোজগার করে নিয়েছেন ১৯৫ কোটি।

মঞ্চে তিনি সদা হাসিখুশি। জনপ্রিয়তায়, উপার্জনের নিরিখে বলিউডের তারকাদের টক্কর দিতে পারেন কপিল শর্মা। পঞ্জাবের মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে বর্তমানের টেলিভিশনের পয়লা নম্বর সঞ্চালক কপিল। মাত্র কয়েক বছরের মধ্যে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছেন কপিল। এই ইন্ডাস্ট্রিতে এক দশকের বেশি সময় কাটিয়ে দিয়েছেন কপিল। টিভির পর্দা ছেড়ে এখন তাঁর শো দেখা যায় ওটিটিতে। ‘দ্য কপিল শর্মা শো’ ইতিমধ্যেই তিন নম্বরে সিজ়নে পা দিয়েছে। ২১ জুন থেকে শুরু হয়েছে তৃতীয় সিজ়ন। প্রথম সিজ়নে এপিসোড পিছু পারিশ্রমিক পান ৫ কোটি। মোট ১৩টি এপিসোড করে রোজগার করেন ৬৫ কোটি। দ্বিতীয় সিজ়নেও এই একই পরিমাণ পারিশ্রমিক পান। তিন নম্বরে সিজ়নে পারিশ্রমিক বাড়াননি। তাই একট শো করেই প্রায় ১৯৫ কোটি টাকা ঘরে তুলেছেন কপিল।

Kapil Sharma The Great Indian Kapil Show Income
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy