ফের খুশির জোয়ারে ভাসতে চলেছে কপিল শর্মার পরিবার। দ্বিতীয়বারের জন্য বাবা হবেন বলিউডের প্রথম সারির কমেডিয়ান। যদিও এ বিষয়ে হবু বাবা এখনও স্পিকটি নট।
তবে কী ভাবে প্রকাশ্যে এল খুশির খবর?
কিছুদিন আগে করবা চৌথ উপলক্ষে কমেডিয়ান ভারতী সিংহ উৎসব উদযাপনের একটি লাইভ ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেই ভিডিয়োতে কপিলের স্ত্রী গিন্নিকে এক ঝলক দেখা যায়। সেখানে তাঁর বেবি বাম্প নেটিজেনদের নজর এড়ায়নি।
কপিলের ঘনিষ্ঠমহল মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, ইতিমধ্যেই তাঁর মা অমৃতসর থেকে মুম্বইতে এসে পৌঁছেছেন। অন্যদিকে, গিন্নির পরিবারও এই সময় মেয়েকে দেখাশোনার জন্য তাঁর কাছেই রয়েছে। সম্ভবত ২০২১ সালের জানুয়ারি মাসে ভূমিষ্ঠ হবে কপিল এবং গিন্নির দ্বিতীয় সন্তান।
আরও পড়ুন: ‘প্রকৃতিকে আঘাত করলে ব্যুমেরাং হয়ে তা ফেরে’....প্রকৃতির কোলে ফিরে উপলব্ধি সাংসদ মিমির
২০১৮ সালে গিন্নির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কপিল। তার এক বছর পরেই জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান।
আরও পড়ুন: ‘মোহদীপ’-এর বিয়ে, রেটিংয়ে আবার প্রথম ‘মোহর’