কপূর খানদানকে ‘ইতালীয় মাফিয়া পরিবার’ বলে দেগে দিলেন খোদ সইফ আলি খান! আর এই ‘কমপ্লিমেন্ট’ বেশ হেসে হেসেই মেনেও নিলেন করিনা কপূর খান!
বিষয়টা ঠিক কী?
করিনার কথায়, ‘‘আসলে কপূর পরিবারের সকলেই খুব খেতে ভালবাসে। সইফ তো বলে, আমরা খাবার আর ড্রিঙ্কের ব্যাপারে পুরো পাগল। কপূর পরিবারের সকলে যখন এক টেবিলে খেতে বসে অন্তত তিরিশটা আলাদা আলাদা ডিশ তো থাকবেই। খেতে বসে খাবার আর ড্রিঙ্ক ছাড়া অন্য কোনও দিকে তাকাই না আমরা। সে জন্যই ফুল কপূর ফ্যামিলিকে ইতালীয় মাফিয়া বলে সইফ।’