Advertisement
E-Paper

পুনর্মিলনের আনন্দে ২১ পেরলো ‘করণ অর্জুন’

বন্ধুত্ব, বিচ্ছেদ, পুনর্মিলনের মধ্যেই ‘করণ অর্জুন’-এর একুশ বছর। শাহরুখ ও সলমনের সম্পর্ক নিয়ে সব সময়ই সরগরম হয়েছে বলিউড। দীর্ঘদিন বিচ্ছেদের পর আবার মুখোমুখি হয়েছেন দুই তারকা। বন্ধুত্বটা আগের মতো হয়েছে কি না তা অবশ্য সময়ই বলবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৬ ১৪:৪৫

বন্ধুত্ব, বিচ্ছেদ, পুনর্মিলনের মধ্যেই ‘করণ অর্জুন’-এর একুশ বছর। শাহরুখ ও সলমনের সম্পর্ক নিয়ে সব সময়ই সরগরম হয়েছে বলিউড। দীর্ঘদিন বিচ্ছেদের পর আবার মুখোমুখি হয়েছেন দুই তারকা। বন্ধুত্বটা আগের মতো হয়েছে কি না তা অবশ্য সময়ই বলবে। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে দু’জনকে বেশ ভাল মেজাজেই পাওয়া গিয়েছে। এর মধ্যেই কিন্তু করণ-অর্জুনের হয়ে গেল ২১ বছর। শাহরুখ খান ও সলমন খান অভিনীত এই ব্লকবাস্টার রিলিজ হয়েছিল ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি। রাকেশ রোশনের নির্দেশনায় এই সিনেমা পা দিল একুশে। যে ছবিতে দেখানো হয়েছিল দুই ভাই করণ, অর্জুনের মধ্যের টান। সেই সময় দুই খানের বন্ধুত্বও ছিল দেখার মতো।

‘করণ অর্জুন’ সিনেমায় শাহরুখ, সলমনের মায়ের ভূমিকায় ছিলেন রাখী। দুই নায়িকা ছিলেন কাজল ও মমতা কুলকার্নি। এর পর আরও সিনেমায় এক সঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। ১৯৯৬ এ ‘দুশমন দুনিয়া কি’, ১৯৯৮এ ‘কুছকুছ হোতা হ্যায়’ যেখানে খুব অল্প সময় দেখা গিয়েছিল সলমন খানকে। ২০০২ এ ‘হাম তুমহারে হ্যায় সনম’-এর মতো ছবিতে কাজ করতে দেখা গিয়েছে দু’জনকে। এর পর আর দেখা যায়নি তেমনভাবে। নতুনভাবে দু’জনকে এক স্ক্রিনে দেখার অপেক্ষায় দুই খানের ফ্যানেরা।

shahrukh salman karan arjun
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy