বৃহস্পতিবার মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল ধর্মেন্দ্রের স্মরণসভার। সেখানেই হাজির হন বলিউডের তাবড় সব তারকা। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন পরিচালক কর্ণ জোহর। ধর্মেন্দ্রের প্রয়াণের খবরটা সবার প্রথমে তিনিই নিশ্চিত করেন। এ বার বর্ষীয়ান অভিনেতার স্মরণসভায় গিয়ে কটাক্ষের শিকার পরিচালক।
আরও পড়ুন:
এমনিতেই তাঁকে নিয়ে দর্শকের কৌতূহলের অন্ত নেই। ‘বলিউড মাফিয়া’ বলে দুর্নাম আছে কর্ণের। স্বজনপোষণের অভিযোগে সব সময়েই বিদ্ধ করা হয় তাঁকে। ২০২৩ সালে কর্ণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে ধর্মেন্দ্রকে দিয়ে অভিনয় করান পরিচালক। তাঁর স্মরণসভায় যখন গাড়িতে চেপে ঢোকেন হাসতে দেখা যায় কর্ণকে। তিনি ফোনে কথা বলছেন ও হাসাহাসি করছেন।
সেটা দেখেই তাঁর উপর ক্ষিপ্ত নেটাগরিকের একাংশ। কেউ লিখেছেন, ‘‘বিন্দুমাত্র তো দুঃখ নেই’’, কারও মতে কর্ণ একটা ‘জোকার’। কোন ও বিচারবুদ্ধি নেই, কোন অনুষ্ঠানে কেমন আচরণ করা উচিত জানেন না। কেউ লেখেন,‘‘একেবারে নির্লজ্জ লোক একটা।’’ যদিও নেটাগরিকেরা তাঁকে নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছেন, তাতে কোনও প্রতিক্রিয়া জানাননি কর্ণ। তবে সমাজমাধ্যমে তিনি অতিসক্রিয়। তাঁকে নিয়ে ঘটে চলা যাবতীয় চর্চার খোঁজ রাখেন। যাঁরা তাঁকে ‘ট্রোল’ করেন, প্রয়োজনে তাঁদের কড়া উত্তর দেন, তেমন উদাহরণ আছে।