Advertisement
E-Paper

‘কী নির্লজ্জ!’ ধর্মেন্দ্রের স্মরণসভায় গিয়ে রেহাই নেই, কর্ণ জোহরকে নিয়ে কটাক্ষ নেটপাড়ায়

তাঁকে নিয়ে ঘটে চলা যাবতীয় চর্চার খোঁজ রাখেন কর্ণ জোহর। যাঁরা তাঁকে ‘ট্রোল’ করেন, দরকারে তাঁদের কড়া উত্তর দেন, তেমন উদাহরণও আছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২০:০৬
(বাঁ দিকে) ধর্মেন্দ্র, (ডান দিকে) কর্ণ জোহর।

(বাঁ দিকে) ধর্মেন্দ্র, (ডান দিকে) কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল ধর্মেন্দ্রের স্মরণসভার। সেখানেই হাজির হন বলিউডের তাবড় সব তারকা। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন পরিচালক কর্ণ জোহর। ধর্মেন্দ্রের প্রয়াণের খবরটা সবার প্রথমে তিনিই নিশ্চিত করেন। এ বার বর্ষীয়ান অভিনেতার স্মরণসভায় গিয়ে কটাক্ষের শিকার পরিচালক।

এমনিতেই তাঁকে নিয়ে দর্শকের কৌতূহলের অন্ত নেই। ‘বলিউড মাফিয়া’ বলে দুর্নাম আছে কর্ণের। স্বজনপোষণের অভিযোগে সব সময়েই বিদ্ধ করা হয় তাঁকে। ২০২৩ সালে কর্ণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে ধর্মেন্দ্রকে দিয়ে অভিনয় করান পরিচালক। তাঁর স্মরণসভায় যখন গাড়িতে চেপে ঢোকেন হাসতে দেখা যায় কর্ণকে। তিনি ফোনে কথা বলছেন ও হাসাহাসি করছেন।

সেটা দেখেই তাঁর উপর ক্ষিপ্ত নেটাগরিকের একাংশ। কেউ লিখেছেন, ‘‘বিন্দুমাত্র তো দুঃখ নেই’’, কারও মতে কর্ণ একটা ‘জোকার’। কোন ও বিচারবুদ্ধি নেই, কোন অনুষ্ঠানে কেমন আচরণ করা উচিত জানেন না। কেউ লেখেন,‘‘একেবারে নির্লজ্জ লোক একটা।’’ যদিও নেটাগরিকেরা তাঁকে নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছেন, তাতে কোনও প্রতিক্রিয়া জানাননি কর্ণ। তবে সমাজমাধ্যমে তিনি অতিসক্রিয়। তাঁকে নিয়ে ঘটে চলা যাবতীয় চর্চার খোঁজ রাখেন। যাঁরা তাঁকে ‘ট্রোল’ করেন, প্রয়োজনে তাঁদের কড়া উত্তর দেন, তেমন উদাহরণ আছে।

Dharmendra Karan Johar Bollywood Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy