Karan Johar’s kids became angry at him as he sings ‘Channa Mereya’ dgtl
শব্দদূষণ! ছেলে মেয়ের আপত্তিতে মাঝ পথে গান থামাতে বাধ্য হলেন কর্ণ জোহর
লকডাউনে বন্ধ সিনেমার শুটিং। অনেক দিন পর ছেলে মেয়েকে এত কাছ থেকে পাচ্ছেন কর্ণ।হাসি-মজা-খুনসুটির বিরাম নেই। কিন্তু বাবার গানকে মোটেই ভাল নম্বর দিলেন না যশ-রুহি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ১৮:৪৩
ছেলে মেয়ের সঙ্গে কর্ণ।
শখ করে চান্না মেরেয়া গাইছিলেন কর্ণ জোহর। কিন্তু মাঝ পথে বাধ্য হয়েইথামিয়ে দিতে হল গান। বাবার বেসুরো গলায় গান শুনে তীব্র প্রতিবাদ জানল যশ এবং রুহি। বাবা কর্ণ আর কী করেন। ছেলে মেয়ের 'আদেশ' বলে কথা!