মাঝেমধ্যেই নিজের ছেলেমেয়ের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কর্ণ জোহর। আর সঙ্গে সঙ্গেই তা ভাইরালও হয়ে যায়। এই তো সবে ইনস্টাগ্রামে নিজের যমজ ছেলে-মেয়ে রুহি-যশের ভিডিওটি আপলোড করেছেন। আর তা নিমেষে ভাইরাল। ইতিমধ্যেই প্রায় ১৩ লক্ষ ভিউয়ারও হয়ে গিয়েছে সেই ভিডিয়োর।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ছোট্ট রুহি আর যশ বাড়িতে একটা খেলনা গাড়ির উপর বসে। আর কর্ণ তাদের নাচতে বলছেন। শুধু নাচতেই বলছেন না কর্ণ। সেই সঙ্গে মদ্যপান না করে গাড়ি চালানোর অনুরোধ করেছেন তিনি।
রুহি-যশের সঙ্গে মজা করার পাশাপাশি নাচতে নাচতে তাদের গাড়ি চালানোর প্রতিভার কথাও বলতে ভোলেননি কর্ণ। নাচের দিকে যশই যেন বেশি মনোযোগী। আর রুহি ব্যস্ত গাড়ির স্টিয়ারিং ঘোরাতে। কর্ণের ফ্যানেদের মতোই আপাতত ভিডিয়ো দেখে মজা নিয়ে ব্যস্ত নেট দুনিয়ার অনেকেই।
Please see the dancing the driving skills! #mylovestory #roohiandyash ❤️
আরও পড়ুন : ২০০ কোটির ব্যবসা! বাঙালি প্রযোজক আলেয়া, আপনাকে ‘বধাই হো’...
আরও পড়ুন : অর্জুন বলছেন, বিয়ে করব, মালাইকা আপনি শুনছেন?