বলিউডের ‘পার্টি বয়’ তিনি। কর্ণ জোহর। গত কয়েক মাসে ঝড় বয়ে গিয়েছে তাঁর উপর দিয়ে। সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁকে তুলে দেওয়া হয়েছে কাঠগড়ায়। কার্যত ‘ভিলেন’ বানিয়ে দেওয়া হয়েছে এই নামী পরিচালককে।
একেই করোনা আতঙ্ক, তার পর সুশান্তের মৃত্যুকাণ্ডে তাঁর নাম জড়িয়ে যাওয়া, এ সব কিছু থেকেই নিজেকে সরিয়ে রাখতে এত দিন চার দেওয়ালের ঘেরাটোপে দিনযাপন করছিলেন কর্ণ। এমনকি, সোশ্যাল মিডিয়াতেও পরিচালকের দেখা মেলা ভার! অবশেষে বন্দিদশা কাটল কর্ণের। সম্প্রতি তাঁকে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে। সঙ্গে ছেলে যশ, মেয়ে রুহি এবং পরিচালকের মা।
সূত্রের খবর, কর্ণ তাঁর পরিবারকে নিয়ে উড়ে গিয়েছেন গোয়ায়। কয়েক দিনের জন্য শহুরে কোলাহল আর একটানা দোষারোপ থেকে মুক্তি পেতেই এই হঠাৎ ছুটি। সমুদ্রের নোনা হাওয়া গায়ে মাখিয়ে কি কয়েক দিনের জন্য সব কিছু ভুলে যেতে চাইছেন পরিচালক? সমুদ্রে গা ভাসিয়ে মুছে ফেলতে চাইছেন ‘মুভি মাফিয়া’-র তকমা?