সেকালের মা-দিদিমারা বলতেন, বিয়ের জল গায়ে পড়লে মেয়েদের মধ্যে বদল আসে। কথাটার মধ্যে বেশ একটা মিষ্টি-মিষ্টি ব্যাপার আছে, না? গত বছর এপ্রিলে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর অভিনেত্রী বিপাশা বসুর মধ্যেও বেশ বদল এসেছে। তবে তাতে সুগার কোশেন্ট কতটা আছে, তা নিয়ে বড় সংশয়! কারণ তাঁর সেই পরিবর্তনের হেতু, বলিউডে তিনি নতুন এক উপাধি পেয়েছেন। ‘ট্যানট্রাম কুইন’।
বিপাশার সঙ্গে কাজ করতে গিয়ে বিরক্ত মানুষজনের তালিকা নাকি ক্রমবর্ধমান। তাঁর শেষ ছবি মুক্তি পেয়েছিল বছর তিনেক আগে, ‘অ্যালোন’! জনগণের স্মৃতিশক্তির মেয়াদ তো বড়ই স্বল্প, অ্যাদ্দিনে ভুলেও গিয়েছে। তা যেখানে নায়িকার হাতে ছবি নেই, সেখানে তাঁর বদমেজাজ কেনই বা সইবে কেউ? এখন প্রশ্ন হল, অমন তন্বী, সুন্দরী নায়িকা কী কারণে এমন দুর্নাম কুড়োলেন? পাশাপাশি আরও একটা খবর হল, তাঁর কর্তা কর্ণ সিংহ গ্রোভার ইদানীং ‘ফিরকি’র শ্যুটে ব্যস্ত। শোনা যাচ্ছে, সেখানেও নাকি তাঁর মুখ দেখানোর সুযোগ হত না, যদি না বিপাশা থাকতেন। আপনি প্রশ্ন করতে পারেন, এই দুইয়ের মিল কোথায়? পুরো ব্যাপারটা বিশদে বুঝতে গেলে, আমাদের কী-কী কথা কানে এসেছে, সে ঝুলি উপুড় করতে হয়...
বদমেজাজের দুর্নাম বিপাশার নতুন নয়। শোনা যায়, এক সময় কিছু দিনের জন্য মুম্বইয়ের ফোটোশিকারির দল কোনও অনুষ্ঠানে গেলে তাঁর ছবি তোলা হবে না বলে স্থির করেছিল। রেস্তোরাঁ বা জিমে ঢোকার সময় তাঁর ছবি তোলার অনুমতি চাইলে, তিনি নাকি অত্যন্ত দুর্ব্যবহার করতেন, তাই এ হেন সিদ্ধান্ত। সম্প্রতি এ সবের সঙ্গে আরও একটি পালক জুড়েছে। বিপাশার কাছে এখন যে কোনও অ্যাওয়ার্ড ফাংশন বা ফ্যাশন শো কিংবা ছবি বা বিজ্ঞাপন, যারই অফার আসুক, তিনি নাকি প্রথমেই শর্ত দেন, তাঁর সঙ্গে স্বামী কর্ণকেও নিতে হবে।