করিনা কপূর খানের জন্য ঘুরে গিয়েছিল দীপিকা পাড়ুকোনের কেরিয়ার। তাঁর জন্যই অন্যতম সেরা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন দীপিকা।
আজ্ঞে হ্যাঁ। সঞ্জয় লীলা ভন্সালীর ‘রামলীলা’ ছবিতে লীলার চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল করিনার। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে আসেন বেবো। অগত্যা দীপিকার কাছেই ছুটে যেতে হয় সঞ্জয়কে।
এক সাক্ষাৎকারে করিনা বলেছিলেন অন্যান্য নায়িকাদের জন্য ছবি ছেড়ে দেওয়ার বিষয়ে একমাত্র তিনিই গর্ব করতে পারেন। ২০১৩ সালে ‘গোরি তেরে প্যায়ার ম্যায়’ ছবিটি করার জন্য ‘রামলীলা’তে অভিনয়ের সুযোগ ছেড়ে দিয়েছিলেন তিনি। বক্স অফিসে ‘রামলীলা’র ভাঁড়ার উপচে পড়লেও, করিনার ছবি মুখ থুবড়ে পড়ে। এই সিদ্ধান্তের কারণে পরবর্তী সময় নিজেকে ‘পাগল’ আখ্যা দিয়েছিলেন করিনা।