বলিউডের খ্যাতনামী কপূর পরিবারকে নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই। এই মুহূর্তে তাদের চতুর্থ প্রজন্ম অভিনয়ের সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে অন্যতম নাম হল রণবীর কপূর ও করিনা কপূর। ২১ নভেম্বর মুক্তি পেয়েছে ‘ডাইনিং উইথ দ্য কপূরস’। এই অনুষ্ঠানের প্রথম ঝলকেই জানা যায় কাকিমা নীতু কপূর নাকি বড্ড বকাবকি করেন করিনাকে।
কিছু দিন আগেই মুক্তি পায় ‘ডাইনিং উইথ দ্য কপূরস’-এর ঝলক। সেখানে দেখা গিয়েছে গোটা পরিবারকে। রাজ কপূরের জন্মশতবর্ষ উপলক্ষে এই তথ্যচিত্র তৈরি হয়েছে। কপূর পরিবারকে নিয়ে নির্মিত এই তথ্যচিত্র মুক্তি পেয়েছে এক প্রথম সারির ওটিটি মঞ্চে। যেখানে মূলত কপূর পরিবারের লোকজনদের খাবারের প্রতি ভালবাসার কথা উঠে এসেছে। খাবার টেবিলে সপরিবারে বসে তাঁদের পরিবারের নানা স্মৃতি রোমন্থন করতে দেখা গিয়েছে সকলকে।
তথ্যচিত্রে এই প্রজন্মের কপূররা ছাড়াও রয়েছেন ঋষি কপূরের স্ত্রী নীতু কপূর, রণবীরের পিসি রিমা কপূর ও ঋতু নন্দা। এমনিতেই গোটা কপূর পরিবার ভোজনরসিক। করিনা নিজে বহুবার জানিয়েছেন, তিন-চার দিন অন্তর তাঁর পরোটা চাই-ই। এমনকি রণবীর কপূর নাকি একসঙ্গে অনেকটা খাবার খেতে পারেন। যদিও নতুন ছবির কাজ থাকলে সেটা সম্ভব হয় না। করিনা এই তথ্যচিত্রে জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় একের পর এক খাবার খেয়ে যেতেন তিনি। সেই সময় ওজনও বেড়ে যায় তাঁর অনেকটা। করিনার কথায়, ‘‘একদিন আমি ভাপা মাছ খাচ্ছি। তার সঙ্গে ছিল আরও অনেক ধরনের খাবার। আমাকে দেখামাত্র নীতু কাকিমা বকা দেন, ‘একদম খাবে না। এত খাচ্ছ কেন?’’’ কাকিমার এমন শাসন যদিও কানে তোলেননি করিনা। তিনি বলেন, ‘‘আমি এখন অন্তঃসত্ত্বা, তাই সব খেতেই পারি।’’