গত ১২ জুন লন্ডনে মৃত্যু হয়েছে শিল্পপতি সঞ্জয় কপূরের। তার পর কেটে গিয়েছে ছ’দিন। প্রশ্ন উঠেছিল কবে হবে সঞ্জয়ের শেষকৃত্য! নাগরিকত্ব সংক্রান্ত কিছু আইনি বাধা থাকায় এক দেশ থেকে অন্য দেশ মরদেহ নিয়ে আসায় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। যদিও এখন সেই সমস্যার সমাধান হয়েছ।
আরও পড়ুন:
এ দিকে সঞ্জয়ের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই অন্তরালে প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূর ও বর্তমান স্ত্রী প্রিয়া কপূর। অবশেষে দেখা দিলেন করিশ্মা। বৃহস্পতিবার সকালবেলাই মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁকে।
মুখে রূপটানের লেশমাত্র নেই, পরনে সাদা সালোয়ার-কামিজ। চোখে রোদচশমা। গাড়ি থেকে নেমেই মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের প্রবেশদ্বারে ঢুকে যান তিনি। সঙ্গে দুই ছেলেমেয়ে সামাইরা ও কিয়ান। দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। সঞ্জয়ের শেষকৃত্য ১৯ জুন বিকেল ৫টায় সম্পন্ন হবে। তার পর ২২ জুন রাজধানীর তাজ প্যালেস হোটেলের দরবার হবে স্মরণসভা। ইতিধ্যেই পরিবারের তরফ থেকে শোকবার্তা দেওয়া হয়েছে, সেখানে রয়েছে করিশ্মার দুই সন্তানের নাম। শোনা যাচ্ছে, দুই ছেলে মেয়েকে নিয়ে দিল্লিতেই কটা দিন থাকবেন করিশ্মা। অভিনেত্রীর সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদ হয় সঞ্জয়ের। যদিও দুই ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ ছিল সঞ্জয়ের। করিশ্মার দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে রাখেন সঞ্জয়। এক সময় তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর কাদা ছোড়াছুড়ি হলেও বিচ্ছেদের পর সঞ্জয়ের সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রেখেছিলেন করিশ্মা।