প্রয়াত স্বামী সঞ্জয় কপূরের সম্পত্তির প্রত্যাশা রয়েছে তাঁর। স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তির মালিকানায় তাঁর ভাগের অংশ চেয়েছেন অভিনেত্রী। যদিও সহজে যে তাঁর প্রত্যাশা পূরণ হবে এমনটাও নয়। খবর, সঞ্জয়ের সম্পত্তির ভাগীদার তিন জন। বিষয়টির মীমাংসা আইনি পথে এগোচ্ছে, এও জানা গিয়েছে। এর মধ্যেই মুম্বইয়ে শুটিং করতে দেখা গেল করিশ্মাকে। খবর, মঙ্গলবার অঝোর বৃষ্টির মধ্যেই শুটিং করেছেন তিনি।
অনেক দিন পরে কাজে ফিরতে দেখে তাঁকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। অভিনেত্রী কিন্তু সে সব উপভোগ করেছেন। নিজের ভ্যানিটি ভ্যানের বাইরে দাঁড়িয়ে হাসিমুখে ‘পোজ়’ দিয়েছেন প্রত্যেককে। তাঁর ছবি ছবিশিকারিদের সৌজন্যেই সমাজমাধ্যমে ভাইরাল। দেখা গিয়েছে, হাল্কা নীলের উপরে সিক্যুইনের কাজ করা জাম্প স্যুট পরেছেন তিনি। চোখেমুখে এখনও বয়স থাবা বসাতে পারেনি। দূরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাঁকে।
প্রসঙ্গত, গত জুনে মৌমাছির কামড়ের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়। বিয়ের পর থেকেই বনিবনার অভাব ছিল তাঁদের মধ্যে। এও শোনা গিয়েছে, মধুচন্দ্রিমায় নাকি নিজের বৌকে নিলামে তুলেছিলেন সঞ্জয়। এক বন্ধুর কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন করিশ্মাকে। তাঁদের দুই সন্তান— সামাইরা এবং কিয়ান। করিশ্মার সঙ্গে নাকি তাঁর প্রাক্তন ননদের এখনও সুসম্পর্ক বজায় আছে।