Advertisement
১১ ডিসেম্বর ২০২৩
Bollywood Gossip

প্রেম ভেঙেছে আগেই, এখনও কি ‘বন্ধুত্ব’ বজায় রেখেছেন চর্চিত প্রাক্তন সারা ও কার্তিক?

এক সময় তাঁদের প্রেম নিয়ে বিস্তর কানাঘুষো শোনা যেত বলিপাড়ায়। কার্তিককে পছন্দ করেন, এ কথা জনসমক্ষে স্বীকারও করেছিলেন সারা। একে অপরের প্রেমে পড়লেও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি।

Kartik Aaryan and Sara Ali Khan.

কার্তিক আরিয়ান ও সারা আলি খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ১৩:৫৬
Share: Save:

সারা আলি খান ও কার্তিক আরিয়ান। বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা। বলিউডে অভিষেকের পর থেকেই আলোচনায় থেকেছেন তাঁরা। সমাজমাধ্যমের রমরমার যুগে পেশাগত জীবনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও কম উৎসাহ নেই অনুরাগীদের। বিশেষত সারা ও কার্তিকের সমীকরণ নিয়ে অনুরাগীদের জল্পনা অন্তহীন। শোনা যায়, এক সময় চুটিয়ে প্রেম করেছেন দু’জনে। কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এ এসে কার্তিকের প্রতি তাঁর ভাললাগার কথা জনসমক্ষেই জানিয়েছিলেন সারা। তার পর পরিচালক ইমতিয়াজ় আলির ছবি ‘লভ আজ কাল’-এ জুটি বেঁধে কাজও করেছিলেন সারা ও কার্তিক। খবর, ওই ছবির শুটিং চলাকালীনই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। প্রেমে ইতি টেনেছেন সারা ও কার্তিক। আর বন্ধুত্ব? প্রেম ভাঙলেও সারা ও কার্তিকের বন্ধুত্বে নাকি তার কোনও প্রভাব পড়েনি। একাধিক বার এ কথা জানিয়েছেন তাঁরা দু’জনেই। আদৌ কি সত্যি সে কথা? প্রমাণ মিলল সম্প্রতি।

সারা আলি খানের ইনস্টাগ্রাম স্টোরি।

সারা আলি খানের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: ইনস্টাগ্রাম।

গত ১২ অগস্ট জন্মদিন ছিল সারা আলি খানের। সমাজমাধ্যমের পাতায় উপচে পড়েছিল শুভেচ্ছা। সারার শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে শামিল হয়েছিলেন কার্তিকও। চর্চিত প্রাক্তন প্রেমিকাকে সমাজমাধ্যমের পাতাতেই শুভেচ্ছাবার্তা জানান কার্তিক। শুভেচ্ছা জানানোর জন্য সারা ও তাঁর একটি মিষ্টি ছবিও বেছেছিলেন তিনি। একে অপরের হাত ধরে হাসিমুখে বসে রয়েছেন দু’জনে। এমন একটি ছবি পোস্ট করে সারাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ‘ভুল ভুলাইয়া ২’ খ্যাত অভিনেতা। কার্তিকের শুভেচ্ছাবার্তা গ্রহণ করেছেন সারা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে সেই ছবি রিপোস্ট করে কার্তিক ধন্যবাদ জানান অভিনেত্রী।

‘সত্যপ্রেম কি কথা’র সাফল্যের পর আপাতত কবীর খান পরিচালিত ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন কার্তিক। অন্য দিকে অনুরাগ বসুর সঙ্গে ‘মেট্রো... ইন দিনো’ ছবির কাজ শুরু করেছেন সারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE