সাদা রঙের একটি বিলাসবহুল গাড়ি। তার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অর্থাত্ ক্যাটরিনা কইফ। নতুন এই গাড়িটি জায়গা করে নিল নায়িকার গ্যারাজে। কিন্তু নায়িকাকে কে উপহার দিলেন এই গাড়ি?
না! অন্য কেউ নন। নিজেই নিজেকে এই গাড়ি গিফট করলেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় সে ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী।
ক্যাটরিনার হাতে রয়েছে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এর কাজ। এই ছবিতে সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বহু দিন পর সলমন-ক্যাটরিনার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখবেন দর্শক। শুটিংয়ের সময় সলমন ছাড়াও খান পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ক্যাটরিনার একান্তে সময় কাটানোর ছবি প্রকাশ্যে এসেছিল। এক সময় সলমন-ক্যাটরিনার ব্যক্তিগত রসায়ন নিয়ে জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। সে সম্পর্ক থাক বা না থাক, খান পরিবারের সঙ্গে যে নায়িকার সম্পর্ক ভালই, তার প্রমাণ মিলেছে।
আরও পড়ুন, বয়ফ্রেন্ড আছে? মাধ্যমিক পরীক্ষার্থী ‘মিনু’ বলল…
(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)