Advertisement
E-Paper

আমিরের সঙ্গে ‘সুখের বিচ্ছেদ’! নিজের জীবন নিয়ে কী বললেন কিরণ রাও?

বিচ্ছেদ মানেই যে মুখ দেখাদেখি বন্ধ, একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুঁড়ি মতো ঘটনা, তা নয়। বিচ্ছেদে খুশি আমির-কিরণ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ১৮:৩২
Kiran Rao says divorce from aamir khan make them happy

কিরণ রাও এবং আমির খান। ছবি: সংগৃহীত।

দু’জনের দাম্পত্য সম্পর্ক আর নেই, বহু দিন ঘটে গিয়েছে বিচ্ছেদ। কিন্তু যোগাযোগ অটুট রয়েছে এখনও। তাঁরা আমির খান ও কিরণ রাও। বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ। একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুঁড়ি। এরই বিপরীতে দাঁড়িয়ে আমির-কিরণ। একই আবাসনে দু’টি আলাদা ফ্ল্যাটে থাকেন দু’জনে। তাঁরা স্বামী-স্ত্রী না হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি এতটুকু। বিচ্ছেদের পর একসঙ্গে কাজও করছেন। স্বাভাবিক ভাবেই অনেকের কৌতূহল তাঁদের নিয়ে। একসঙ্গে ওঠা-বসা তবু কেন বিয়ে ভাঙলেন আমির-কিরণ?

কিরণ নিজেই বলেন, ‘‘আসলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ হিসেবে যত বড় হই ততই পরিণতি আসে। আমরা মনে হয় পরিবর্তিত সময়ের সঙ্গেই সম্পর্কের সমীকরণ বদলে ফেলা দরকার। আমরা দু’জনেই অন্য কিছু চাইছিলাম। তাই এই বিবাহবিচ্ছেদেরটা দু’জনের জন্যই খুশির।’’

বিচ্ছেদের পর বন্ধুত্ব যে রাখা যায়। সম্পর্কের যেন নতুন এক পাঠ দিলেন আমির-কিরণ। তবে এ ক্ষেত্রে কিরণের তরফে ব্যাখ্যা রয়েছে। পরিচালক বলেন, ‘‘বিবাহবিচ্ছেদের পর মানুষ যেটার ভয় পান সেটা হল একাকিত্ব। কিন্তু আমি একাকিত্ব বোধ করি না। আমার ও আমিরের পরিবারকে সব রকম ভাবে পাশে পেয়েছি। তাই এই সম্পর্কে সবটাই ভাল। মজাদার কথা বলি আমরা। এটা সুখের বিচ্ছেদ।’’

পাশপাশি কিরণ এটাও স্পষ্ট করেন তাঁদের মধ্যে এমন কিছু হয়নি যে ভালবাসা হারিয়ে যাবে। কিরণ বলেন, ‘‘আমাদের মধ্যে যেটা রয়েছে তা একে অপরের প্রতি সম্মান। আমরা আর্দশগত ভাবে সমমনস্ক মানুষ। অনেক ক্ষেত্রেই আমরা একে অপরের উপর নির্ভরশীল। আমাদের সম্পর্কের এই দিকটা হারাতে চাই না। আমাদের কোনও কাগজের প্রয়োজন নেই এটা বোঝানোর জন্য যে বিবাহিত। আমরা জানি আমরা আছি একে অপরের জন্যে।’’

Kiran rao Aamir Khan Celeb Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy