Advertisement
E-Paper

জনের বিয়ে জুনে

বিয়েতে উপস্থিত থাকবে কিটের ‘গেম অব থ্রোন্‌স’ পরিবারও। তাই আগে থেকেই কিট ‘গেম...’-এর প্রযোজককে অনুরোধ করেছেন তাড়াতাড়ি সিরিজ়ের কাজ শেষ করতে, যাতে তাঁর সহ-অভিনেতারা সকলেই বিয়েতে আসতে পারেন। ফাইনাল সিজ়নের কাজ শেষ করে শান্তিতে বিয়ে করাই এখন কিটের লক্ষ্য।

শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০০:২২
কিট-রোজ়

কিট-রোজ়

অনস্ক্রিন এবং অফস্ক্রিন প্রেমের পরে বিয়ে করতে চলেছেন কিট হ্যারিংটন ও রোজ় লেসলি। ‘গেম অব থ্রোন্‌স’ খ্যাত জন স্নো-র প্রেমিকা ইগ্রিটের মৃত্যুতে জনের সঙ্গে কেঁদেছিল এই জুটির ভক্তরাও। কিন্তু এ বার তাদের উল্লাসের পালা। কারণ জুন মাসের ২৩ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে এই জুটি। অ্যাবারডিনশায়ারের হান্টলি রেজিস্ট্রেশন অফিসে বিয়ের জন্য ওই দিনই আগাম বুক করে রেখেছেন তাঁরা।

২০১২ সাল থেকে প্রেমপর্ব শুরু তাঁদের। গত বছর সেপ্টেম্বর মাসে দু’জনে এনগেজমেন্ট সারেন। আর জানুয়ারিতে ইউ কে-র ইস্ট অ্যাংলিয়াতে একটি বিলাসবহুল বাড়িও কিনেছেন তাঁরা একসঙ্গে থাকবেন বলে। যদিও বিয়েটা সারবেন স্কটল্যান্ডে।

বিয়েতে উপস্থিত থাকবে কিটের ‘গেম অব থ্রোন্‌স’ পরিবারও। তাই আগে থেকেই কিট ‘গেম...’-এর প্রযোজককে অনুরোধ করেছেন তাড়াতাড়ি সিরিজ়ের কাজ শেষ করতে, যাতে তাঁর সহ-অভিনেতারা সকলেই বিয়েতে আসতে পারেন। ফাইনাল সিজ়নের কাজ শেষ করে শান্তিতে বিয়ে করাই এখন কিটের লক্ষ্য।

আপাতত বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। কেউ যাতে জানতে না পারে, তাই একেবারে শেষ মুহূর্তে বিয়ের দিন ঠিক করেন কিট। বিয়ের আয়োজনের জন্য সময় খুবই কম হাতে। তবে ইতিমধ্যেই ২০০ জন অতিথির কাছে নিমন্ত্রণপত্র চলে গিয়েছে। যেহেতু ‘গেম...’-এর সেটে তাঁদের দেখা, তাই শো-কে শ্রদ্ধা জানাতে নিমন্ত্রণপত্রের উপরে নিজের ছবির স্ট্যাম্প ব্যবহার করেছেন কিট। কিন্তু পোস্টাল সার্ভিসে তাঁর মুখ দেখে কেউ সন্দেহ করবে না, তা কি কখনও হয়? সত্যিই, ইউ নো নাথিং, জন স্নো!

Wedding Kit Harrington Rose Leslie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy