পঞ্জাবি ছেলে না বাঙালি জামাই, কোন পরিচয়টি বেশি লোভনীয় নিসপাল সিংহ রানের কাছে?
১ ফেব্রুয়ারি কোয়েল মল্লিক-নিসপাল সিংহ রানের বিয়ের বয়স ৯ বছর হল। সকালে থেকে উদ্যাপনের মেজাজে তারকা দম্পতি। একটু বেলা গড়াতেই কোয়েল-নিসপাল উপস্থিত গুরুদ্বারে। আগামী দিনগুলিতেও যাতে এ ভাবেই বেঁধে বেঁধে থাকতে পারেন সেই আশীর্বাদ চাইতে। তার ফাঁকেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে ফোনালাপ। তখনই প্রশ্ন রাখা হয়েছিল তাঁদের কাছে। রানে বরাবর নিজের অনুভূতি আড়াল করতে ভালবাসেন। প্রশ্ন শুনেই হাসতে হাসতে এগিয়ে দিয়েছেন কোয়েলকে। এবং তখনই বিস্ফোরক নায়িকা। সপাট জবাব, ‘‘রানে জামাই কোথায়! ও তো আমাদের বাড়ির ছেলে। সমস্ত দায়িত্ব চুপচাপ হাসিমুখে পালন করে চলেছে। আর গত ৯ বছর ধরে আদর কাড়ছে মা-বাবা। একেক সময় বড্ড হিংসে হয়!’’