Advertisement
E-Paper

স্বজনপোষণ, গুন্ডাগিরি বলিউডে জলভাত, ক’জন সুশান্তকে বাঁচাবেন? কোয়েনা

‘স্বজনপোষণ, গুণ্ডাগিরি বলিউডে নতুন নাকি? এ তো অভ্যেসে দাঁড়িয়ে গেছে! ক’জন সুশান্তকে বাঁচাবেন এর হাত থেকে?’

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ১২:১১
সুশান্ত সিংহ রাজপুতের শেষকৃত্যর পর ক্ষোভে ফেটে পড়েছেন বলিউডের বাঙালি অভিনেতা কোয়েনা মিত্র। ফাইল চিত্র।

সুশান্ত সিংহ রাজপুতের শেষকৃত্যর পর ক্ষোভে ফেটে পড়েছেন বলিউডের বাঙালি অভিনেতা কোয়েনা মিত্র। ফাইল চিত্র।

‘স্বজনপোষণ, গুণ্ডাগিরি বলিউডে নতুন নাকি? এ তো অভ্যেসে দাঁড়িয়ে গেছে! ক’জন সুশান্তকে বাঁচাবেন এর হাত থেকে?’ এক দিকে সুশান্ত সিংহ রাজপুতের শেষকৃত্য হয়েছে অন্য দিকে এ ভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন বলিউডের আরেক বাঙালি অভিনেতা কোয়েনা মিত্র। একই সঙ্গে তিনি এক হাত নিয়েছেন কর্ণ জোহরকেও। কোয়েনার জোরালো প্রশ্ন, “বলিউডের ভাগ্য নিয়ন্ত্রণ করার কর্ণ কে? তিনি কি ইন্ডাস্ট্রিকে কিনে রেখেছেন?”

সুশান্ত সিংয়ের মৃত্যুর সঙ্গে নেপোটিজম বা স্বজনপোষণ জড়িয়ে, এই অভিযোগ গতকাল থেকেই শোনা গেছে বলিপাড়ায়। শেখর কপূর, শেখর সুমন, কঙ্গনা রানাওয়াতের পর সে দিকে এ বার আঙুল তুললেন কোয়েনাও। একটুও দ্বিধা না করে তিনি জানাতে ভুললেন না, “বলিউড তাঁকেই আপন করবে যদি তিনি তারকা সন্তান হন অথবা কোনও বিশেষ ক্যাম্পে নিজের নাম লেখান। সুশান্ত তো বাইরের লোক ছিলেন বলিউডের! কারণ, উনি কোনও ক্যাম্পের নন। তারকা সন্তানও নন।’’

সুশান্তের মৃত্যুর পরেই কর্ণ নিজের কাঁধে দোষ তুলে নিয়ে জানান, তিনি গত একবছর সুশান্তের কোনও খোঁজ রাখেননি। এটা তাঁকে ধাক্কা দিচ্ছে। সে প্রসঙ্গেও বিস্ফোরক অভিনেত্রী। তাঁর জ্বলন্ত প্রশ্ন, “কেউ থাকবেন কি থাকবেন না ইন্ডাস্ট্রিতে, সেটা কর্ণ কেন ঠিক করবেন? এই ইন্ডাস্ট্রি সমুদ্রের মতোই বিশাল, গভীর। আমরা সবাই এই সমুদ্রের একটি বিন্দু মাত্র। কর্ণও তাই-ই। নিজেকে সবার ভাগ্যনিয়ন্তা ভেবে নেওয়ার অধিকার তাঁকে কেউ দেয়নি।”

আরও পড়ুন: বই, টেলিস্কোপ, নাইটদের শিরস্ত্রাণ…সুশান্তের বাড়ির অন্দরসজ্জায় মেধারই আধিপত্য

এই প্রসঙ্গে, কোয়েনা জানিয়েছেন বিবেক ওবেরয়ের সঙ্গে ঘটে যাওয়া এমনই এক ঘটনার কথা। তিনি এক সুপারস্টারের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। সেখানে তাঁর নাচের পার্টনার ছিলেন বিবেক। তখনই তাঁকে জানানো হয়েছিল, অনুষ্ঠানের পরে সবাই বিবেককে কোনঠাসা করবে। কারণ, বিবেক সেই অনুষ্ঠানের আয়োজক ক্যাম্পের নয়নের মণি নন! কোয়েনার দাবি, “আমি সেদিন প্রতিবাদ জানিয়েছিলাম। বলেছিলাম, এটা হওয়া উচিত নয়। এটা হবে কেন?”

আরও পড়ুন: মানতে পারেননি দেওরের পরিণতি, সুশান্তের শেষকৃত্য চলাকালীন বৌদির মৃত্যু

এই নিয়ে কোয়েনার আরও মন্তব্য, সবাই মৃত্যুর পর ভীষণ ভাল ভাল কথা পোস্ট করবেন, শোক জানাবেন সোশ্যালে। আর বেঁচে থাকতে মুখের খাবার কেড়ে নিয়ে ঠেলে দেবেন আত্মহত্যার পথে! বলিউডে আর কত দিন চলবে এ সব?

Sushant Singh Rajput Koena Mitra Bollywood Celebrity সুশান্ত সিংহ রাজপুত Karan Johar Nepotism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy