Advertisement
E-Paper

উদ্বোধনী ছবি ‘সপ্তপদী’, আর কী কী ছবি থাকছে এ বারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে?

এ দিনের সাংবাদিক সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, শান্তনু বসু, কোয়েল মল্লিক, জুন মালিয়া-সহ অনেকেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:৫৪
কবে থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব’?

কবে থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব’? নিজস্ব চিত্র।

৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে এক সপ্তাহ। এই বছরের চলচ্চিত্র উৎসবে কী কী চমক থাকছে? উদ্বোধনী ছবিই বা কী দেখানো হবে? সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবটা জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

এ দিনের সাংবাদিক সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, শান্তনু বসু, কোয়েল মল্লিক, জুন মালিয়া-সহ অনেকেই। এই বছর সঞ্চালকের ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন।

অরূপ জানিয়েছেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বারের মতো এই বছরও বিশেষ অনুষ্ঠান করতে দেখা যাবে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে অজয় কর পরিচালিত উত্তম-সুচিত্রা অভিনীত ১৯৬১ সালের ছবি ‘সপ্তপদী’। এই বছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি।

৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন।

৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন। নিজস্ব চিত্র।

১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এই বছর। প্রদর্শিত হবে কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি। বিভিন্ন বিভাগে একাধিক ছবির প্রতিযোগিতা হওয়ার ঘোষণা করেন ইন্দ্রনীল। প্রতি বছরের মতো এই বারেও ‘সিনে আড্ডা’র আয়োজন করা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’।

এই বছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান জানানো হবে কাদের? ঘোষণা করলেন কোয়েল। এই বছর উদ্‌যাপিত হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে। ‘শোলে’র ৫০ বছর উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন রমেশ সিপ্পি।

সমসাময়িক ১৫টি বিদেশি ছবির প্রথম প্রদর্শন হবে এই উৎসবে। পরিচালক ঋত্বিকের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে দেখানো হবে তাঁর বেশ কয়েকটি ছবি। সেই তালিকায় রয়েছে ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’, ‘তিতাস একটি নদীর নাম’।

Kolkata International Film Festival
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy