‘সিনেমা যখন জন্ম নিল, তা হলে বাকিটাতে নিশ্চয়ই আর সমস্যা থাকবে না।’ সমাজমাধ্যমের পাতায় সরাসরি সোহিনী সরকারকে আক্রমণ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। রাজানীতিকের পাশাপাশি কুণাল এখন অভিনেতাও। বাংলা ছবি নিয়ে রীতিমতো চর্চাও করেন তিনি। এর আগেও অনেক অভিনেতাকে নিয়েই নিজের মতামত স্পষ্ট করেছেন তিনি। সোহিনীকে নিয়ে কুণালের মন্তব্য ঘিরে শুরু চর্চা।
পুজোর ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারের জন্য জেলায় জেলায় যাচ্ছেন অভিনেতারা। প্রচারমুহূর্তের সোহিনীর একটি ছবি কুণাল নিজের ফেসবুকের পাতায় দেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে ‘রঘু ডাকাত’ লেখা টি-শার্ট। মাথায় মুকুট। সেই ছবি দিয়ে অভিনেতা তথা নেতা লেখেন, “বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়।”
এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে আরজি কর কাণ্ডের। তখন সোহিনী বলেছিলেন, “আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে এরকম দেশে রেখে দিয়ে যেতে। এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, আমি পারব না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে।” যদিও রাজনীতিক তথা অভিনেতা কুণালের মন্তব্যের কোনও পাল্টা উত্তর দেননি অভিনেত্রী। বক্তব্যের মাঝে ‘রঘু ডাকাত’-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি তৃণমূল মুখপাত্র। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল হওয়ার পর থেকে মুখে কুলুপ সোহিনীর।