১১ দিন হয়ে গেল আইসিইউতে লতা মঙ্গেশকর। গত ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছিল তাঁকে। ৯২ বছর বয়সের গায়িকাকে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। লতার মুখপাত্র গায়িকার পরিবারের তরফে অনুরোধ জানিয়েছেন যেন ভুয়ো খবর ছড়ানো না হয়। তা ছাড়া পরিবারের ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করার অনুরোধও জানিয়েছেন তিনি।
গায়িকার জনসংযোগ দলের তরফে একটি বিবৃতি জারি করে লেখা হয়েছে, ‘অনুরোধ, হাওয়ায় ভেসে আসা ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তাঁর দলের পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’