প্রয়াত ‘কুইন অফ রক এন রোল’ গায়িকা টিনা টার্নার। ছবি: রয়টার্স।
প্রয়াত ‘কুইন অফ রক এন রোল’ গায়িকা টিনা টার্নার। বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার সুইৎজ়ারল্যান্ডের জ়ুরিখে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন টিনা। ২০১৬ সালে অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। ২০১৭ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়।
১৯৩৯ সালের ২৬ নভেম্বর টেনেসির নাটবুশে জন্ম টিনার। মা-বাবা তাঁর নাম রেখেছিলেন আনা মাই বুলক। ষাটের দশক থেকে পপশিল্পী হিসাবে আনা ওরফে টিনার জনপ্রিয়তা বাড়তে থাকে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁকে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
১৯৮০ সালে প্রত্যাবর্তন। একের পর এক সুপারহিট গান শ্রোতাদের উপহার দেন। তাঁর ঝুলিতে আছে ‘‘হোয়াট’স লভ গট টু ডু উইদ ইট’’, ‘প্রাইভেট ডান্সার’, ‘সিম্পলি দ্য বেস্ট’-এর মতো সুপারহিট গান। তাঁর গানের ১৮০ লক্ষেরও বেশি আ্যলবাম বিক্রি হয়েছে। জীবদ্দশায় তিনি ১২টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। তাঁর জীবনীর আধারে সিনেমাও তৈরি হয়েছিল— ‘হোয়াট’স লভ গট টু উইথ ইট’। ‘টিনা— দ্য টিনা টার্নার মিউজ়িক্যাল’ নামে একটি ব্রডওয়ে মিউজ়িক্যালও তৈরি হয়েছিল তাঁর জীবনী অবলম্বনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy