Advertisement
E-Paper

মাথায় ৮০ লক্ষ টাকার ঋণ, ‘লক্ষ্মী ঝাঁপি’র নতুন প্রোমো উস্কে দিল ‘চিটফান্ড’ বিতর্ক? কী মতামত দর্শকের?

‘লক্ষ্মী ঝাঁপি’ধারাবাহিকের নতুন প্রোমোকে কেন্দ্র করে দর্শকের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নারাজ ধারাবাহিকের অভিনেতা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭
Lokkhi Jhnapi serial’s new promo initiates various questions among audience

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের একটি দৃশ্যে সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

বাবার লক্ষ লক্ষ টাকার দেনা। প্রয়াত বাবার ধার শোধ করতে বড় সিদ্ধান্ত ঝাঁপির। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের নতুন প্রোমো এসেছে। যেখানে দেখানো হচ্ছে নায়িকা ঝাঁপির মাথায় ৮০ লক্ষ টাকার ঋণ। সেই দেনা শোধ করার জন্য নিজেই ব্যাঙ্ক খোলার সিদ্ধান্ত নিয়েছে সে। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই দর্শকের বিভিন্ন মত উপচে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

এই ভিডিয়ো নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। দর্শকের মতে, এই ধারাবাহিকে পরোক্ষভাবে ‘চিট ফান্ডে’র কাহিনি তুলে ধরা হচ্ছে। এই ধরনের দৃশ্য দেখানোর আগে বিশেষ দ্রষ্টব্য হিসাবে লিখে দেওয়া উচিত সবটাই ‘কাল্পনিক’। ধারাবাহিকের প্রোমো ভাগ করে নিয়ে এক জন লেখেন, “আমাদের রাজ্যে ‘চিটফান্ড’-এর ঘটনা রয়েছে। সেখানে এই গল্প দেখালে অবশ্যই নীচে লিখে দেওয়া দরকার গল্পটাই কাল্পনিক। শহরতলি এবং গ্রামাঞ্চলের মানুষই মূলত এই ধারাবাহিকগুলো দেখে। সেখানে ছোটপর্দায় এই গল্প দেখানো উচিত নয়।”

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। এই বিষয়ে কোনও কথা বলতে রাজি নন তিনি। বহু বছর পরে ছোটপর্দায় ফিরেছেন তিনি। মাঝে বেশ কিছু ওয়েব সিরিজ়ে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন অভিনেতা।

Bengali Serial Suvosmita Mukherjee Sourav Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy