সন্তান' ছবির পোস্টার। ছবি: সংগৃহীত।
পুজোর ছবির রেশ কাটতে না কাটতেই নতুন বাংলা ছবির পোস্টার। দু’মাসের ব্যবধানে আরও একবার বড় পর্দায় মিঠুন চক্রবর্তীর উপস্থিতির ইঙ্গিত। বছরশেষে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। কালীপুজোর দিনই নির্মাতারা ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন। একই সঙ্গে জানিয়েছেন, ছবিটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে।
বৃহস্পতিবার ছবির যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে মিঠুন ছাড়াও দেখা গিয়েছে ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বাবা-ছেলের সম্পর্কের টানাপড়েন এই ছবির অন্যতম আকর্ষণ। ছবিতে বাবার চরিত্রে রয়েছেন মিঠুন এবং ছেলে ঋত্বিক। ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, আইনি লড়াই ছবির অন্যতম আকর্ষণ। যদিও নির্মাতারা এই প্রসঙ্গে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করতে নারাজ। এ ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অহনা দত্ত প্রমুখ।
মার্চ মাসে কলকাতায় ছবির শুটিং শুরু করেছিলেন রাজ। তখন শোনা গিয়েছিল, ছবিটি পুজোয় মুক্তি পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পেতে চলেছে। পুজোয় ‘শাস্ত্রী’ ছবিতে দর্শকের সামনে এসেছিলেন মিঠুন। এ বার অন্য অবতারে তিনি কী চমক হাজির করেন, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। প্রযোজনা সংস্থা এসভিএফ জানিয়েছে ‘সন্তান’ ডিসেম্বরে মুক্তি পাবে। কিন্তু সেটা বড়দিনে কি না , তা এখনও স্পষ্ট নয়। তবে ছবিটি বড়দিনে মুক্তি পেলে বক্স অফিসে ফের বাংলা ছবির জোর টক্কর হতে পারে। নেপথ্যে অন্য কারণও রয়েছে।
এখনও পর্যন্ত বড়দিনে দু’টি বাংলা ছবির মুক্তি নিশ্চিত। রয়েছে দেব অভিনীত ‘খাদান’ এবং প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’। এখন তালিকায় যুক্ত হতে পারে ‘সন্তান’। পুজোয় হিন্দি ছবির পরিবর্তে বাংলা ছবি দেখেছেন দর্শক। বছরশেষেও তাঁদের মধ্যে একই প্রবণতা বজায় থাকে কি না, সেটাই দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy