Advertisement
E-Paper

‘ছোটবেলায় বড়দের লুকিয়ে ছাদে গিয়েই গোপন গল্পের বই পড়তাম’, পাওলি বললেন বইমেলায়

মুক্তির অপেক্ষায় পাওলি দাম অভিনীত ছবি ‘ছাদ’। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ্যে এল ছবির পোস্টার এবং ট্রেলার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৬:৩৩
Image of Paoli Dam

অভিনেত্রী পাওলি দাম। — ফাইল চিত্র।

বাড়ির ছাদে জড়িয়ে থাকে মানুষের নানা স্মৃতি। শৈশব থেকে বার্ধক্য— ছাদ যেন সেই একান্ত আড়াল, যেখানে অবসর থেকে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায় নিজের সঙ্গে। কখনও নিজেকে চেনার আয়নাও হয়ে দাঁড়ায় ছাদ। বৃহস্পতিবার ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শীত শেষের দুপুরে ছাদের সঙ্গে জড়িয়ে থাকার স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী পাওলি দাম।

মুক্তির অপেক্ষায় পাওলি অভিনীত নতুন ছবি ‘ছাদ’। বৃহস্পতিবার বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ইন্দ্রাণী পরিচালিত এই ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ্যে এল। সেই সঙ্গে ছবির কলাকুশলীরাও শোনালেন ছাদ ঘিরে তাঁদের নানা স্মৃতিকথা।

বৃহস্পতিবার পাওলি ধরা দিলেন নীলচে ধূসর মসলিন জামদানি শাড়িতে। তাঁর পাশে সাদা শার্ট ও সবুজ ট্রাউজ়ারে ছবির অভিনেতা রণজয় বিষ্ণু। পাওলি বললেন, ‘‘বহু দিনের অপেক্ষার পর ছবিটা মুক্তি পাচ্ছে। বইমেলায় ছবির পোস্টার প্রকাশ্যে এল দেখে ভাল লাগছে।’’ পাওলি জানান, পরিচালকের থেকে ছবির নামটা শোনার পরেই তিনি রাজি হয়ে যান। কারণ ছাদের সঙ্গে তাঁরও শৈশবের একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। পাওলির কথায়, ‘‘ছাদ বা বারান্দা আমাদের কাছে স্বাধীনতার প্রতীক। ছোটবেলায় ছাদে লুকোচুরি খেলতাম। বড়দের প্রেমের গল্পও লুকিয়ে ছাদেই পড়তাম। ছাদের অনেক গোপন কথা রয়েছে।’’

Makers have revealed the trailer and poster of the upcoming Bengali film Chhaad starring Paoli Dam

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অনুষ্ঠানে উপস্থিত ‘ছাদ’ ছবির কলাকুশলীরা। — নিজস্ব চিত্র।

আধুনিক শহরে ছাদের পরিসর যে ক্রমশ ছোট হয়ে আসছে, সে কথাই ধরা পড়ে রণজয়ের বক্তব্যে, অভিনেতা বললেন, ‘‘আমার নিজের বাড়ি মধ্যমগ্রামে। সেই বাড়ির ছাদ আমার মন জুড়ে। এক জন লেখিকাকে নিয়ে এই ছবির গল্প। তাই আমাদের ‘ছাদ’ এসেছে বইমেলায়।’’ মজার ছলে রণজয় জানালেন, শুটিংয়ের সময়ে পরিচালকের কাছে তাঁর বকা খাওয়ার আখ্যান। তবে পাওলির অভিনয় চাক্ষুষ করার সুযোগের জন্য পরিচালককে ধন্যবাদ জানাতেও ভুললেন না রণজয়। ইন্দ্রাণী বললেন, ‘‘সপ্তাহের মাঝখানে কাজের দুপুরেও এত মানুষ আমাদের ছবিকে সমর্থন কারার জন্য উপস্থিত হয়েছেন, আমার খুব ভাল লাগছে। আশা করি ছবিটাও দর্শকের পছন্দ হবে।’’

বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুশেখর দে। ত্রিদিব বলেন, ‘‘কলকাতা অডিটোরিয়ামে ছবির প্রচার হচ্ছে, এটা দেখে ভাল লাগছে।’’

Paoli Dam Bengali Actress Kolkata Book Fair 2025 Poster Launch Chhaad Tollywood News New Bengali Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy