বদলে যাওয়া শহর কলকাতার সমাজজীবনকেই অন্য আঙ্গিকে ছবিতে ধরার চেষ্টা করেছেন। ২০২১ সালে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির প্রিমিয়ার হয়। তার পর সময়ের সঙ্গে ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন কলকাতা’ ছবিটিকে ঘিরে দর্শকের প্রত্যাশা বেড়েছে। অবশেষে আগামী মাসে ছবিটি মুক্তি পাচ্ছে। কিন্তু ছবি মুক্তিতে এতটা সময় লাগল কেন? শুক্রবার শহরে ছবির ঝলক মুক্তির সময়ে আনন্দবাজার অনলাইনকে জানালেন ছবির পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত।
আরও পড়ুন:
গত কয়েক বছরে দেশ-বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে আদিত্যের ছবিটি। বাংলায় মুক্তির জন্য ছবির নাম হয়েছে ‘মায়ানগর’। ‘আসা যাওয়ার মাঝে’ এবং ‘জোনাকি’র পর এই ছবিকে নিয়েও আশাবাদী আদিত্য। ২০১৯ সালে ছবির শুটিং করেন তিনি। বললেন, ‘‘মাঝপথেই প্রযোজক চলে যান। তার পর ছবির একজন অভিনেতা টাকা দিলেন। মুক্তির আগে প্রযোজক নিখোঁজ! তাঁকে খুঁজে স্বত্ব নেওয়া হল। অনেক লড়াই করে শেষ পর্যন্ত আমরা ছবির কাজ শেষ করি।’’
প্রশংসিত ছবি যখন দর্শকের কাছে পৌঁছতে সময় লাগে, তখন শিল্পী হিসেবে তাঁর মনের মধ্যে যে খারাপ লাগা কাজ করে, সে কথা স্বীকার করে নিলেন আদিত্য। কিন্তু একই সঙ্গে বললেন, ‘‘শিল্পের একটি মাধ্যম হিসেবে সিনেমা অন্যান্য অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। চাইলেও সেটা নিজের নিয়ন্ত্রণে থাকে না। ছবিটা মুক্তি পাচ্ছে, সেটা আমার কাছে আনন্দের বিষয়।’’
টলিপাড়ার পরিচিত মুখের মধ্যে এই ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, ব্রাত্য বসু এবং অনির্বাণ চক্রবর্তী। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই ছবি ঘিরে দর্শকের প্রতিক্রিয়াই ভাগ করে নিলেন শ্রীলেখা। বলছিলেন, ‘‘ভেনিসে আমার কাছে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এ রকম ছবিও ভারতে তৈরি হয়! কারণ, তাঁদের কাছে ভারতীয় ছবি মানেই ‘বলিউড’! সেটা একটা গর্বের মুহূর্ত ছিল।’’
এই ছবিতে অভিনয়ের জন্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন শ্রীলেখা। অভিনেত্রীর কথায়, ‘‘আলিয়া ভট্ট, শেফালি শাহের মতো অভিনেত্রীরা ছিলেন মনোনয়নে। তাঁদেরকে হারিয়ে পুরস্কৃত হওয়াটাও আমার কাছে স্মরণীয় একটা মুহূর্ত হিসেবে রয়ে গিয়েছে।’’
অন্য দিকে অনির্বাণের কেরিয়ারের প্রথম লগ্নের ছবি ‘মায়ানগর’। ছবিতে একজন রুচিহীন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরচুলায় তাঁর লুকও অন্য রকম। বললেন, ‘‘তখন কতটা মোটা ছিলাম, সেটা এখন ট্রেলার দেখে বুঝতে পারছি।’’ তবে প্রথম লগ্নের ছবিতে আদিত্যের শুটিং কৌশল যে তাঁকে পরবর্তী সময়ে ক্যামেরার মুখোমুখি হতে সাহায্য করেছে, সে কথাও জানিয়ে দিলেন অনির্বাণ।
আগামী মাসে মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত ছবিটি। আদিত্যের লক্ষ্য কি নির্দিষ্ট কোনও দর্শকমণ্ডলী? বললেন, ‘‘আমার আগের ছবির থেকে ছবিটা অনেকটাই আলাদা। সব শ্রেণির দর্শকই ছবিটা উপভোগ করতে পারবেন।’’