Advertisement
E-Paper

একাকিত্ব ও অবসাদ ঘিরে রেখেছে! অর্জুনের অসুস্থতার খবর শুনেই কি মালাইকার এই মন্তব্য?

বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি দু’জনের কেউই। কিন্তু নানা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তাঁরা এখন আলাদা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৪:২৮
Malaika Arora shares a cryptic post a day after Arjun Kapoor spoke about his mental health

অর্জুন কপূরের অবসাদের খবর পেয়েই কি মালাইকা অরোরার এই পোস্ট? ছবি: সংগৃহীত।

সময় ভাল যাচ্ছে না মালাইকা অরোরার। তবে যে কোনও কঠিন পরিস্থিতির সঙ্গে হাসিমুখে যুঝতে প্রস্তুত অভিনেত্রী। বরং কঠিন পরিস্থিতির জন্যই জীবন আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে বলে মনে করেন মালাইকা।

চলতি বছরেই অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন তিনি। টানা পাঁচ বছর সম্পর্কে ছিলেন তাঁরা। বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি দু’জনের কেউই। কিন্তু নানা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তাঁরা এখন আলাদা। প্রায়ই রহস্যময় পোস্ট করেছেন দু’জনে। সম্প্রতি মালাইকার একটি পোস্ট ঘিরেও জল্পনা শুরু হয়েছে। অভিনেত্রী সেই পোস্টে লিখেছেন, “কঠিন পরিস্থিতিই জীবনে বাঁচার রসদ বাড়িয়ে তোলে। এই কঠিন পরিস্থিতিগুলো পেরিয়ে উঠতে পারলেই জীবন আরও সুন্দর হয়ে ওঠে।”

মালাইকার এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। সম্প্রতি অর্জুন কপূর জানিয়েছেন, তিনি মানসিক অবসাদে ভুগছেন। অবসাদের সঙ্গে একাকিত্বও জাঁকিয়ে বসেছে। যার জন্য ঘন ঘন মনোবিদের কাছে যাচ্ছেন তিনি। তার সঙ্গে নিজের আরও একটি অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছেন অর্জুন। অভিনেতা জানিয়েছেন, তিনি ‘হাসিমটো’ রোগে আক্রান্ত। ৩০ বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত তিনি। এটি এমন একটি রোগ যাতে দ্রুত ওজন বৃদ্ধি পায়। এই রোগের কারণে থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট হয় যায়। যার ফলে ওজন বৃদ্ধি হয় অনিয়ন্ত্রিত ভাবে। এই রোগেরই অন্যতম উপসর্গ অবসাদ ও একাকিত্ব।

অসুস্থতা নিয়ে অর্জুন কথা বলার পরেই মালাইকার এই পোস্ট। নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি এই পোস্ট করেছেন প্রাক্তন প্রেমিকের উদ্দেশে?

জুন মাসে অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি যেন আরও স্পষ্ট করে দেয়, সম্পর্ক ভেঙেছেন মালাইকা ও অর্জুন। এমনকি মালাইকার তরফ থেকে কোনও শুভেচ্ছাবার্তাও যায়নি অর্জুনের কাছে। তবে মালাইকার সৎবাবা আত্মঘাতী হওয়ার ঘটনা শুনে প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন অর্জুন।

Arjun Kapoor Malaika Arora Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy