মলাইকা অরোরাকে নিয়ে নীতিপুলিশির অন্ত নেই। তিনি যা-ই করেন, তাতেই যেন সমালোচিত হতে হয় তাঁকে। তাঁর হাঁটাচলা থেকে পোশাক, সবেতেই যেন আপত্তি সমাজের একাংশের। বার বার যেন অদৃশ্য এক বিচারসভার কাঠগড়ায় দাঁড় করানো হয় তাঁকে। চর্চায় থেকেছে মলাইকার বয়সও। এ বার মলাইকার জন্মদিনে, তাঁকে নিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন বোন অমৃতা অরোরা।
আরও পড়ুন:
গত কয়েক বছর সব থেকে বেশি যে বিষয়ে চর্চা হয়েছে, তা হল মলাইকার বয়স। অনেকের মতে, মলাইকার বয়স অনেক আগেই পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে। তবু তিনি বয়স লুকিয়ে যান। অভিনেত্রী নিজেও জানিয়েছেন, আসলে মানুষের আপত্তি আমার বয়সের সঙ্গে ঔজ্জ্বল্য যে বাড়ছে, তা-ই নিয়ে। এমনকি, বয়সে ছোট অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নানা কটূ কথাও শুনতে হয় তাঁকে। মলাইকা চলতি বছরে ৫০-এ পা দিয়েছেন, তাঁর উদ্যাপনের ছবিই বলছে সেই কথা। অভিনেত্রীর জন্মদিনের কেকেই লেখা ছিল তাঁর বয়স। অভিনেত্রীর বোন অমৃতা লেখেন, ‘‘গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গিয়েছে। যাক অবশেষে ৫০ পূর্ণ করল আমার সুন্দরী বোন।’’
মলাইকার বয়স প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।
মলাইকার জন্মদিনে অভিনেত্রীর পাশে ছিলেন ছেলে আরহান খান, মা, বোন ও ঘনিষ্ঠ বন্ধুরা। নিজের জন্মদিনে ‘ছঁইয়া ছঁইয়া’ গানে পা মেলান অভিনেত্রী।