সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব গুহর আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ মমতার ওই শোকবার্তা একটি লিখিত বিবৃতির আকারে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। সোমবার সকালে প্রয়াত সাহিত্যিককে স্মরণ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
রাজ্যপাল তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘প্রখ্যাত বাংলা সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে শোকাহত। 'মাধুকরী'-সহ বহু উল্লেখযোগ্য সাহিত্যের স্রষ্টা তিনি। পূর্ব ভারতের প্রকৃতি এবং অরণ্যের প্রতি প্রেম তাঁর লেখায় প্রতিফলিত হয়েছে। ঈশ্বরের কাছে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।’