Advertisement
E-Paper

‘ফিলার্স’-এর জাদু! কোনও নায়িকার ঠোঁট ফোলা তো কোনও নায়িকার গাল, কী বললেন মমতাশঙ্কর?

বলিউড হোক কিংবা টলিউড— সর্বত্র নায়িকাদের ফিলার্স, অস্ত্রোপচার নিয়ে আলোচনা। এই প্রসঙ্গে কী মত দিলেন মমতাশঙ্কর?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ২১:০৮
Mamata Shankar opens up about fillers and cosmetic surgery

নতুন প্রজন্মকে কী বার্তা দিতে চান মমতাশঙ্ক? ছবি: সংগৃহীত।

ঠোঁট ফুলে ঢোল। বদলে গিয়েছে মুখের আকৃতি। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেটপ্রভাবী উরফি জাভেদ। ফিলার্স, কসমেটিক সার্জারি— বলিপাড়া থেকে টলিপাড়া সর্বত্র এই দুই বিষয় নিয়ে আলোচনা। দর্শকের একাংশের দাবি, এই কারণে নাকি ইদানীং সব অভিনেত্রীদেরই একই রকম দেখতে লাগে। সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও সমাজমাধ্যমের পাতায় নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এখন তো অনেক অভিনেত্রীকে চিনতেই পারি না। ভগবান আমাদের রূপ দিয়েছে তা সতেজ, সুস্থ রাখার জন্য। কৃত্রিম উপায়ে তা অন্য রকম করার কোনও দরকার আমি খুঁজে পাই না।”

কসমেটিক সার্জারি, ফিলার্স অথবা কৃত্রিম উপায়ে নিজেদের সৌন্দর্য বাড়ানোর প্রসঙ্গে এ বার মুখ খুললেন মমতাশঙ্কর। তিনি বললেন, “আমি কোনও দিন এ সবের ধারেকাছে যাইনি। খুব ভয় এ সবে। সামান্য পার্লারেই যাই না। আর আমার মাকে কখনও এ সব করতে দেখিনি। মনে হয় ভগবান যা দিয়েছেন তা নিয়ে থাকাই ভাল। বয়সের সঙ্গে সঙ্গে চেহারা তো পাল্টাবেই! তা কখনও ধরে রাখা যায় না। এ সব থেকে বহু হাত দূরে আমি। তবে বর্তমান প্রজন্মকে এই বিষয়ে কোনও মতামত দিতে চাই না।” যদিও এই প্রথম উরফি নন, এর আগে অনুষ্কা শর্মা, সুস্মিতা সেনের কসমেটিক সার্জারি, ফিলার্স নিয়েও বিপুল সমালোচনা হয়েছে।

Mamata Shankar Cosmetic Surgery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy