Advertisement
E-Paper

টুইটারে গণধর্ষণের হুমকি পেলেন এই অভিনেত্রী

এক জন অভিনেতাকে তাঁর পছন্দ, এ কথা জানাতেই হঠাৎ কেন এত ক্ষেপে উঠলেন নেটাগরিকেরা?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ১৬:০৪
মীরা চোপড়া। ফাইল চিত্র।

মীরা চোপড়া। ফাইল চিত্র।

দোষের মধ্যে কী বলেছিলেন অভিনেত্রী? তিনি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর অনুরাগিনী। মুখ থেকে, থুড়ি, টুইটারে কথা খসানো মাত্র হাজারে হাজারে হুমকি বার্তা ধেয়ে আসছে মীরা চোপড়ার দিকে। খবর, ইতিমধ্যেই হায়দরাবাদ সাইবার ক্রাইমের কাছে গোটা বিষয়টি জানিয়ে আইনি পদক্ষেপ করার পথে এগোচ্ছেন অভিনেত্রী।

কিন্তু, এক জন অভিনেতাকে তাঁর পছন্দ, এ কথা জানাতেই হঠাৎ কেন এত ক্ষেপে উঠলেন নেটাগরিকেরা?

কিস্যার আসল অংশটুকু জানুন এ বার। লকডাউনে অন্য তারকাদের মতোই মীরাও টুইটারে #আসকড মীরা বিভাগ খুলেছেন। যেখানে ভক্তরা যেমন তাঁকে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারবেন তেমনই এই সুবাদে তিনিও প্রচারে থাকবেন।

আরও পডু়ন: ডিমের উপর ডিম দাঁড় করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেললেন যুবক!

প্রচারের আলো শুষতে গিয়ে এ ভাবে যে গেরোয় আটকে যাবেন, কস্মিনকালেও বোঝেননি মীরা! তাঁকে এক ভক্ত প্রশ্ন করেন, তাঁর পছন্দের নায়ক কে? মীরা জানান, মহেশ বাবু। সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন, জুনিয়র এনটিআর-কে পছন্দ করেন কি না। এ বারে পরিষ্কার জবাব মীরার, তিনি ‘আরআরআর’ অভিনেতাকে চেনেন না। তা ছাড়া, পছন্দও করেন না।

মীরার টুইট:

এটুকু বলতেই খেপে লাল জুনিয়র এনটিআরের ভক্তরা। ইতিমধ্যেই তাঁর কপালে জুটেছে ৩০ হাজার হুমকি বার্তা। কেউ তাঁকে পর্ন স্টার বলে গালাগালি দিয়েছেন। কেউ বলেছেন, তিনি চরিত্রহীন। মা-বাবা তুলে গালাগালি দিতেও ছাড়েননি অনেকে। গণধর্ষণ, ধর্ষণের পর খুন— এ সব তো আছেই।

আরও পড়ুন: স্বজনপোষণ! নেটাগরিকদের আক্রমণের মুখে একের পর এক টুইটার ছাড়ছেন সোনাক্ষী, সাকিবরা

পুরো ঘটনায় স্তব্ধ মীরার প্রশ্ন, কারও ভক্ত হওয়া এত বড় অপরাধের জানতেন না তিনি! একইসঙ্গে বিস্ময়, জুনিয়র এনটিআর ভক্তের ছদ্মবেশে এত গুন্ডা পোষেন, এটাও জানা ছিল না তাঁর।

এ দিকে মীরাকে সমর্থন জানিয়ে একই ভাবে হুমকি বার্তা পেয়েছেন দক্ষিণের জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদা। তাঁকেও খুন, ধর্ষণ এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। পুরোটাই তদন্তসাপেক্ষ, জানানো হয়েছে হায়দরাবাদ সাইবার অপরাধ দমন শাখা থেকে।

চিন্ময়ী শ্রীপদার টুইট:

পাশাপাশি, এই দুর্দিনে ভক্তদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি মীরা চোপড়া।

Meera Chopra Mahesh Babu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy