ছবির অভিনেতা আপনার পরিচিত। তাঁর অভিনয় প্রতিভায় বহু বার মুগ্ধ হয়েছেন। ইনি ঋত্বিক চক্রবর্তী। তিনিই বলছেন, ‘‘আমি আপাতদৃষ্টিতে মানসিক ভাবে অসুস্থ।” এ কথা বলছেন অভিনয়েরই জন্য।
আগামী মাসে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘ভিঞ্চিদা’। সেখানে ঋত্বিকের চরিত্র এক সিরিয়াল কিলারের। আদি বোস। এক মেকআপ আর্টিস্টের চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ।
পোস্টারেই লেখা রয়েছে ‘দ্য আর্ট অব রিভেঞ্জ, দ্য রিভেঞ্জ অব আর্ট’। অর্থাত্ এ গল্প প্রতিশোধের। সে ইঙ্গিত পোস্টারেই দিয়েছেন পরিচালক।