ছবির অভিনেতা আপনার পরিচিত। তাঁর অভিনয় প্রতিভায় বহু বার মুগ্ধ হয়েছেন। ইনি ঋত্বিক চক্রবর্তী। তিনিই বলছেন, ‘‘আমি আপাতদৃষ্টিতে মানসিক ভাবে অসুস্থ।” এ কথা বলছেন অভিনয়েরই জন্য।
আগামী মাসে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘ভিঞ্চিদা’। সেখানে ঋত্বিকের চরিত্র এক সিরিয়াল কিলারের। আদি বোস। এক মেকআপ আর্টিস্টের চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ।
পোস্টারেই লেখা রয়েছে ‘দ্য আর্ট অব রিভেঞ্জ, দ্য রিভেঞ্জ অব আর্ট’। অর্থাত্ এ গল্প প্রতিশোধের। সে ইঙ্গিত পোস্টারেই দিয়েছেন পরিচালক।
এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রুদ্রনীল এবং ঋত্বিক। এ ছাড়াও রয়েছেন সোহিনী সরকার। রুদ্রনীল-সোহিনীর মাধ্যমে এক নতুন জুটিকে পাবে ইন্ডাস্ট্রি। এ ছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, ভরত কলের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি। সব কিছু ঠিক থাকলে মুক্তি পাবে আগামী ১২ এপ্রিল।
আরও পড়ুন, ‘মিঠুনদার জন্যই দেখব’, কোন ছবির কথা বললেন স্বস্তিকা?
Serial killer আদি বোস।
— SVF (@SVFsocial) March 28, 2019
Meet him this 12th April in #VinciDa.#RitwickChakraborty @srijitspeaketh #RudranilGhosh @sohinisarkar01 @riddhisen896 #AnirbanBhattacharya @aroyfloyd @iindraadip @SVFMusic pic.twitter.com/EWX0TISP3x
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)