Advertisement
E-Paper

‘মিশন ইম‌্পসিবল’-এর পঞ্চম অধ্যায় মুক্তির অপেক্ষায়

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কাল্পনিক গুপ্তচর সংস্থা ‘আইএমএফ’-র পুরোধা ইথন হান্ট। রাষ্ট্রের স্বার্থে ইথন ও তাঁর এজেন্টদের নানা দুঃসাহসিক কীর্তিকলাপের গল্প বড় পর্দায় প্রথম বার দেখা যায় ১৯৯৬ সালে। ইথন হান্টের ভূমিকায় প্রথম থেকেই অভিনয় করছেন মহিলা মহলের হলিউডি হার্টথ্রব টম ক্রুজ। ‘মিশন ইম‌্পসিবল’ সিরিজের শুরু সেখান থেকেই। প্রথম ছবি মুক্তির পর পেরিয়ে গিয়েছে কুড়ি বছর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ১২:০১

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কাল্পনিক গুপ্তচর সংস্থা ‘আইএমএফ’-র পুরোধা ইথন হান্ট। রাষ্ট্রের স্বার্থে ইথন ও তাঁর এজেন্টদের নানা দুঃসাহসিক কীর্তিকলাপের গল্প বড় পর্দায় প্রথম বার দেখা যায় ১৯৯৬ সালে। ইথন হান্টের ভূমিকায় প্রথম থেকেই অভিনয় করছেন মহিলা মহলের হলিউডি হার্টথ্রব টম ক্রুজ। ‘মিশন ইম‌্পসিবল’ সিরিজের শুরু সেখান থেকেই। প্রথম ছবি মুক্তির পর পেরিয়ে গিয়েছে কুড়ি বছর। পর পর চারটি ধাপ পেরিয়ে এ বার এই সিরিজের পঞ্চম ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘মিশন ইম‌্পসিবল: রোগ নেশন’ নামের আসন্ন ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পাবে চলতি বছরের ৩১ জুলাই।

ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফর ম্যাককোয়ারি। প্রযোজকদের তালিকায় জে জে আব্রাম ও ডেভিড এলিসনের সঙ্গে রয়েছেন ক্রুজ নিজেও। গত বছর অগস্টে ছবির শ্যুটিং শুরু হয় অস্ট্রিয়ার ভিয়েনায়। সূত্রের খবর, প্রথমে ঠিক ছিল চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে। কিন্তু তখন অন্য দুটি বড় ব্যানারের ছবি মুক্তির সম্ভাবনা থাকায় প্রযোজকরা তারিখ এগিয়ে এনেছেন বলে জানা গিয়েছে।

এই ছবিতে টম ক্রুজের সঙ্গে দেখা যাবে অ্যালেক বল্ডউইন, সাইমন পেগ ও জেরেমি রেনরকে। এ দিকে হলিউডে কান পাতলে এক অন্য গু়ঞ্জনের আঁচ পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে টেলিভিশন আর্টিস্ট ডানা গোল্ডবার্গ তিন প্রযোজকের সঙ্গে হাত মিলিয়ে ‘মিশন ইম্পসিবল’-এর ষষ্ঠ ভাগের কাজ শুরু করেছেন।

Mission Impossible Tom Cruise Dana Goldberg Paula Patton Alec Baldwin Jeremy Renne Simon Pegg
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy